মানবতার কল্যাণ ও পুণ্যের জন্য ‘সঠিক’ কাজটি করুন

15977352_1206198969415220_1724389112158428015_nউদ্বাস্তু শিবিরে ত্রাণ বিতরণ মানবতার কাজ বটে কিন্তু প্রকৃত মানবতার কাজ, সওয়াবের কাজ হচ্ছে সেই ব্যবস্থা করা যেন কোনো মানুষ আর উদ্বাস্তুই না হয়। সেটা হচ্ছে এমন কিছু করা যা সাম্রাজ্যবাদী আর শাসকদের যুদ্ধকে বন্ধ করবে।

রেলস্টেশনে কনকনে শীতে শিশুগুলো কাঁপছে, অতি বৃদ্ধদের জীবনসংকট উপস্থিত। তাদেরকে শীতবস্ত্র দান করা মানবতার কাজ বটে। কিন্তু প্রশ্ন সেটা নয়। প্রশ্ন হলো চারপাশে এত মনোরম অট্টালিকা আর বড় বড় উপাসনালয় থাকতে মানুষের বাচ্চারা কেন রাস্তায় ঘুমায়?

আধুনিক সভ্যতার সাম্রাজ্যবাদী লড়াই মানুষকে নিরাশ্রয় করে তারপর তাদেরকে এনজিও করে ত্রাণ আর করুণা ভিক্ষা দেয়। আধুনিক সভ্যতার পুজিবাদী অর্থনীতির শোষণ চাপিয়ে মানুষকে ভিটে মাটি বেচে কিস্তি শোধ করে রেললাইনের বস্তিতে এনে উপস্থিত করে। তারপর তাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে মানবতা প্রদর্শনের সুযোগ সৃষ্টি করে দেয়।

যতদিন একজন নিরাশ্রয় মানুষ রাস্তায় ঘুমাবে আর উপাসনালয়/অট্টালিকায় তালা ঝুলবে ততদিন মানবতাবোধসম্পন্ন প্রতিটি মানুষের একটাই কাজ, প্রতিটি ধার্মিকের একটাই এবাদত মানুষের জন্য বাসযোগ্য নিরাপদ একটি সমাজ, একটি পৃথিবী প্রতিষ্ঠার জন্য জীবনপণ সংগ্রাম চালিয়ে যাওয়া।

সেটা না করে আস্তিক-নাস্তিক আর দাড়ি-টুপির বিতর্ক চালিয়ে যাওয়া, আত্মকেন্দ্রিক স্বার্থপরের মতো চোখ কান বুজে নিজের ক্ষুণ্নিবৃত্তির জন্য উদায়াস্ত খেটে যাওয়া মানুষের কাজ নয়, সেটা পশুর কাজ। সেই স্বার্থপরকে দিয়ে মানব জাতির কোনো কল্যাণ হবে না। তার নামাজ, রোজা, পূজা, প্রার্থনা আল্লাহর সন্ত্বোষ যোগাবে না, এক ফোটা সওয়াব লেখাবে না।

4 thoughts on “মানবতার কল্যাণ ও পুণ্যের জন্য ‘সঠিক’ কাজটি করুন

  1. ‘প্রতিটি ধার্মিকের একটাই এবাদত মানুষের জন্য বাসযোগ্য নিরাপদ একটি সমাজ, একটি পৃথিবী প্রতিষ্ঠার জন্য জীবনপণ সংগ্রাম চালিয়ে যাওয়া।’

    ___ কোন দ্বিমত নেই। সচেতনতা বৃদ্ধিতে পরামর্শটি মানুষের কাজে আসুক।

    1. শ্রদ্ধা জানবেন শ্রদ্ধেয়, সুরে সুর মিলিয়ে আমিও গাইলাম সেই গান “সচেতনতা বৃদ্ধিতে পরামর্শটি মানুষের কাজে আসুক।”

মন্তব্য প্রধান বন্ধ আছে।