আমি ভিক্ষুক নই ডাকত হবো

ভুল করা অন্যায় নয়…
আমি জেনে গেছি নীল আকাশের কালো মেঘ ভুল আর সেই ভুল আমি মেনে ও মনে নেই।
আমি জেনে গেছি দু কুল ভাসানো প্লাবন অন্যায় তাই বাঁধ বেধে দেই।
সবুজের নীলিমায় চাদরে জরানো কুয়াশার ঘোলা শিকারে পথ ভুলে যে পথিক
ফিরে যায় অচিন্তপুর তাকে ডেকে ফেরানো যায় না।
আমি ভিক্ষার ঝুলি হাতে নিয়ে জীবনের মানে খুঁজতে যাবো না
আমি হাতে তুলে নেবো যুদ্ধের দামামা
রন ঝঙ্কারে কেড়ে নেবো সব ভালোবাসার সোনালী শস্য
বাঁধাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে
কৃষ্ণের রথে তোমায় করবো সারথী;
যেখানেও থাকবে এক যুদ্ধ যুদ্ধ খেলা।
বিবেকবান মনুষ গুলো হয়তো আমার দিকে ভ্রু কুচকে তাকাবে
কিন্তু কিছু বলার সাহস পাবে না, অতি বিবেকবানই ভয়ের আধারে মোড়া থাকে।
ভয়কে জয় করতে যারা না পেরে তারাই খোলস পাল্টে সুশীল।
আমি সুশীল হতে পারলাম না, আমাকে ক্ষমা করো
আমি ডাকাত হবো
ডাকাত হয়েই জয় করবো তোমার গভীরতা
ডাকাতির মূল্যেই এক দিন
রাজার দরবার হয়,
তুমি আমার রানী হবে।

* অনেক দিন বাদে সবাইকে ভালোবাসা ও শুভ কামনা দিয়েই নতুন করে শুরু করতে ফিরে এলাম শব্দনীড়ে, সাথে থাকুন শব্দনীড়ের কাছে থাকুন সহযোদ্ধাদের।

IMG_3918

8 thoughts on “আমি ভিক্ষুক নই ডাকত হবো

  1. ‘সবুজের নীলিমায় চাদরে জরানো কুয়াশার ঘোলা শিকারে পথ ভুলে যে পথিক
    ফিরে যায় অচিন্তপুর তাকে ডেকে ফেরানো যায় না।’

    আপনার লিখায় অসম্ভব মায়া জড়ানো থাকে। বড্ডো আপন লাগে। কী অসাধারণ যে লিখেন !! আজকের লিখায় ক্যাটাগরী দিয়েছেন ‘অন্যান্য’। মনে আছে একসময় আপনি বেশ চমৎকার ভাবেই নিজের কবিতাকে ভিন্ন নামের অধ্যায়ে অভিহিত করতেন। :)

    শব্দনীড় একজন সদস্য হিসেবে আপনাকেও জানাই সুস্বাগতম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. * অনেক দিন বাদে সবাইকে
    ভালোবাসা ও শুভ কামনা দিয়েই নতুন
    করে শুরু করতে ফিরে এলাম শব্দনীড়ে ,
    সাথে থাকুন শব্দনীড়ের কাছে থাকুন
    সহযোদ্ধাদের।।
    প্রিয় আপনাকেও জানাই অশেষ ভালবাসা ও শুভেচ্ছা।

  3. কবিতার শেষ লাইনের শব্দটা কি রানী হবে? আমার ভুলও হতে পারে। শব্দনীড়ে আপনাকে দেখে ভাললাগছে ভাই।

    1. একদম ঠিক বলেছেন নিশাদ ভাই ,
      আমারই টাইপ ভুল হয়েছে
      শেষ লাইনের শব্দটা রানী ই হবে।
      অনেক ভালো লাগলো সুন্দর মন্তব্য করার জন্য।

মন্তব্য প্রধান বন্ধ আছে।