গতিবিধি

পাললিক গতিবিধির কম্পাসে ঘুরে বহু শেওলা হয়েছে ক্ষয়
শেষে সহাবস্থানে এসে মেনেছে পরাজয়
তুমিও সেই পথে যাও অন্তিমে খুঁজো শুকনো বালির অপচয়
কিছু গতিবিধির পুনরাবৃত্তি রাখতেই হয় নয়ত: প্রমাণিত স্বার্থ
কিছু মেধা কোনো মাপের বাইরে, দুয়ে দুয়ে চারে মেলেনা অর্থ
তুমি ঘুরে যাও মোড়, ভেঙে যাও নিজেরি প্রতিশ্রুতি
বারবার ভেঙেও যা দেয় নি কিছুই শুধু নীরব আকুতি
বিচিত্র জন্ম তাদের সারা জীবন মেপে গেল অন্যের গতিবিধি
কবিতার মশলা একই গাছে জন্মায় তাই খুঁজে চলে হারানো নিধি
বেশি রগড়ালে তেঁতো লেবু ফিরে যাবে অন্য এক বনানীতে
কবিতা তখন ধুলোয় খাবে আছাড় বুদ্ধিভ্রংশ কারো মেহেরবানীতে।

8 thoughts on “গতিবিধি

  1. ‘কবিতার মশলা একই গাছে জন্মায় তাই খুঁজে চলে হারানো নিধি
    বেশি রগড়ালে তেঁতো লেবু ফিরে যাবে অন্য এক বনানীতে
    কবিতা তখন ধুলোয় খাবে আছাড় বুদ্ধিভ্রংশ কারো মেহেরবানীতে।’

    কবিতার গতিবিধি চমৎকার ফুটে উঠেছে। :) সুস্বাগত প্রিয় বন্ধু ইন্দ্রাণী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. কিছু গতিবিধির পুনরাবৃত্তি রাখতেই হয় নয়ত: প্রমাণিত স্বার্থ
    কিছু মেধা কোনো মাপের বাইরে, দুয়ে দুয়ে চারে মেলেনা অর্থ
    তুমি ঘুরে যাও মোড়, ভেঙে যাও নিজেরি প্রতিশ্রুতি- https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    শুভেচ্ছা দিদি।

  3. আমি এ কবিতায় পথ হারিয়েছি, সব কবিতার ভেতরে সবাই যেতে পারে না, জানার আগ্রহটা কিন্তু রয়েই গেল।

মন্তব্য প্রধান বন্ধ আছে।