ছুঁয়ে কত নাম

6_74666

কে গো তুমি ! কামাতুর প্রেমও বাসাবাসি
এপার ওপার শুন্যই করে যাও ভাসাভাসি-
ভাসাভাসিতে বাসাবাসির আঁধার গায়ে শশী !
শশীর নামে করো শুধু বদনামের রেশারেশি;

বলো কি পেলে প্রেমাতুর শিশির ভিজা কাম ?
জানো ! মানবতার বিষাদসিন্ধতে কি তাঁর দাম-
মূল্যবোধের অজপাড়া গাঁয়ে রে রক্তচুষা চাম !
তবুও কামাতুর পিরিতি আমায় ছুঁয়ে কত নাম ।

১০/০১/১৭
=======

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “ছুঁয়ে কত নাম

  1. লিখা এবং লিখায় প্রচ্ছদের ব্যবহার ভালো হয়েছে কবি।
    শুভসকাল মি. সরকার। :) https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. জ্বি দাদা মুরুব্বী দা অনেক ধন্যবাদ
      ভাল থাকুন—–

মন্তব্য প্রধান বন্ধ আছে।