এখনো বেঁচে আছি
অন্ধকারকে বুকে নিয়ে এই শহরে!
অবাক হই! যখন
নিজেই শুনি লাশকাটা ঘরে নিজের হৃদস্পন্দন!
জীবিত হাজারো লাশেদের ভিড়ে আজো আছি আমি
অবাহ্নিত এক নগরে।
স্বপ্নের তন্দ্রালু সোপান বেয়ে নেমে আসা প্রতিটি সন্ধ্যা
বিবর্ণ বিষন্ন বিরক্ত বিবশ অনুভবে রিক্ত!
রাতের আঁধার থেকে কিছু অন্ধকার চুরি করে
আজো পথ হাঁটি আমি এই স্বৈরিণী জনপদে।
নষ্ট সময়ের নিঃশ্বাসে বিশ্বাসে
এক মৌন প্রজাপতির নির্মোহ কঠোরতায়
আজো জেগে আছি এই ধর্ষিত পরবাসে।
এখনো বেঁচে থাকা
আঁধারের বুক চিরে ধুমকেতু হবো বলে
নতুন একটি দিনের সূচনা সংগীতের কম্পমান লহরী হতে চেয়ে
এখনো বেঁচে আছি
কুহকী উর্ণনাভ জালের এই নিষিদ্ধ নগরে।।
মাঝে মাঝে মনে হয় নিষিদ্ধ নগরেই বসবাস করছি
তবু বেঁচে থাকার স্বচ্ছ খাদ্যঅভ্যাস বয়েই চলছে-
অনেক শুভেচ্ছা নিবেন মামুন দা———-
অনেক ভালো থাকুন এই নিষিদ্ধ নগরে।
কুহকী উর্ণনাভ জালের এই নিষিদ্ধ নগরে আমরা সবাই আমাদের মতো করে বেঁচে আছি।
জীবনকে জীবনের মতো করে নয়; অসার কিছুকে অবলম্বন করে শ্বাস নিচ্ছি।
জীবনমুখী কবিতার জন্য ধন্যবাদ মি. মামুন।
চমৎকার বললেন ভাইয়া!
স্বাগত আপনাকে। অনেক ভালো থাকুন।
আমরা সবাই এক নিষিদ্ধ নগরিতে বাস করছি যেখানে থাকবে না কোন সভ্যতা, কিংবা মানবিক বোধ! বেচে থাকা শুধু অন্যের ভোগ হয়ে।
ধন্যবাদ খালিদ ভাই।
সহমত আপনার সাথে।
এর থেকে পরিত্রাণের পথ খোজা দরকার।
চমৎকার বোধের কবিতা মামুন ভাই।
ধন্যবাদ প্রিয় জসীম ভাই।