করতে পারিনা কাজ কোন কিছু
ভয়টা সব সময় থাকে পিছু পিছু।
ভয় পাই সব সময় গেলে কোন কাজে
বেঁচে থাকতে চাই সাহসের মাঝে।
কিশের এতো ভয় হয় বারবার
ভয় আছে সমাজের ভয় লোক নিন্দার।
এখানে বাঘ আছে ওখানে আছে
সাপ
সন্ত্রাসীদের দেখে ভয়ে কাঁপি
বাপরে বাপ।
বেশী ধনী হলে চোর ডাকাতের ভয়
গরীব হলে আবার না খেয়ে মরণ হয়।
ঐ গ্রামে যাওয়া নিষেধ ঐ
বাড়ীতে মানা
বাজে কথা বলবে লোকে দিতে
পারে হানা।
ভয় ভয়ে আর লাগেনা যে ভালো
সব ভয়কে জয় করে পেতে চাই আলো।
6 thoughts on “ভয় হয়”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
এখানে বাঘ আছে ওখানে আছে
সাপ
সন্ত্রাসীদের দেখে ভয়ে কাঁপি
বাপরে বাপ।- সুন্দর অন্ত্যমিল। মুগ্ধ!
অসংখ্য ধন্যবাদ।প্রিয় শ্রদ্ধেয় কবি মামুন। দাদা ভাই
পড়লাম। কবিতার জন্য ধন্যবাদ কবি মোহাম্মদ আয়নাল হক।
কবিতাটি পড়ার জন্য। অসংখ্য ধন্যবাদ।শ্রদ্ধেয় প্রিয় মুরুব্বী।
কোন ভয় কোন লজ্জাই জীবনকে এগিয়ে নেবার নয়।
কাজ ছোট কিংবা বড় সেটা বড় কথা নয় কাজকে সমাদর করতে হ।। নিষ্ঠার মাধ্যমে এশিয়া মাইনরের এই ভারত উপমহাদেশেই একটি দুর্গতি ভয়াবহ ভাবে চেপে বসে আছে। সেটা হলো কাজকে ছোট করে দেখা। এর থেকে যতোদিন নাআমরা উত্তরণ হতে পারব ততোদিন এমন চিন্তা আমাদের মস্তিস্ককে শেষ করবেই।
তাই আমরা চাই সঠিক সিদ্ধান্ত নিতে আমাদের পরবর্তী প্রজন্ম যেনো এধরণের চেতনা ধারণ করতে না পারে
সেই পদক্ষেপই আমাদের নিতে হবে। এর শুরু প্রথমে আমাদের ঘর থেকে শুধু করতে হবে। বলতে হবে কাজকে লজ্জা নেই। ভয়তো দূরের কথা। কাজকে সম্মান করবো শ্রদ্ধার সাথে।
অসংখ্য ধন্যবাদ।প্রিয় শামীম বখতিয়ার ভাই সুন্দর মূল্যাবান। সমালোচনা ও আলোচনা কারাজন্য।।