একাদশী আকাশ দেখি।এই গতিপথে আমার ভ্রমণ,নিশ্চিত
জন্মের জলে ভাসিয়ে নেয় শব্দখেলা দিন,শাসনের রাত।
খুলে দিলে উদার প্রভাত,কে না পূজারী হয় বিজয়া দশমে……..।
তারপর মনোজ বীক্ষণে খুঁজে কাঁপনের দীর্ঘ প্রহর
ডর-ভয় কিছুই থাকে না,বিলাপ সমগ্র থেকে ধার নিয়ে
প্রার্থনার আলো,গোলার্ধে শুভার্থী হয়- ডুবে শিল্পকামে।
তারপর মনোজ বীক্ষণে খুঁজে কাঁপনের দীর্ঘ প্রহর
ডর-ভয় কিছুই থাকে না,বিলাপ সমগ্র থেকে ধার নিয়ে
প্রার্থনার আলো,গোলার্ধে শুভার্থী হয়- ডুবে শিল্পকামে- অসাধারণ!!
ভালো থাকুন প্রিয় কবি।
কবিতার পাঠক হিসেবে কবিকে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ ইলিয়াস ভাই।
ভাল লাগল। আপনার কবিতা সব সময়ই আমার ভাল লাগে।
আপনার সুস্বাস্থ্য কামনা করছি।