পিচ্চি ছেলেটার মাথা ভর্তি চুল
অনেক বড় হয়েছে ।
বলো দেখি ক্ষৌরকার কথায় পাই ?
লজ্জায় জেনো নাপিতের মুখ গদোগদো-
সেকি আর হয় চলে!
কিছু বোঝে না ধর্মীক বলে কথা ।
কত বড় দোকান দিয়ে যাচ্ছে জীবন
ক্ষৌরকার কেই চিনি না-
থাকগে সমঝোতার মাথা ভর্তি চুল।
১৫/০১/১৭
=======
কত বড় দোকান দিয়ে যাচ্ছে জীবন
ক্ষৌরকার কেই চিনি না-
থাকগে সমঝোতার মাথা ভর্তি চুল- বাহ!!
ধন্যবাদ মামুন দা
লিখাটিতে যথেষ্ঠ স্বতন্ত্রতা রয়েছে। অভিনন্দন কবি আলমগীর সরকার লিটন।
না মারুব্বী দা একটু অন্যদিখে ভাবলাম বাস্তবতা অনেক অন্তনিহিত আছে
অশেষ ধন্যবাদ দাদা
ধন্যবাদ দাদা