ক্ষৌরকার চিনে না

পিচ্চি ছেলেটার মাথা ভর্তি চুল
অনেক বড় হয়েছে ।
বলো দেখি ক্ষৌরকার কথায় পাই ?
লজ্জায় জেনো নাপিতের মুখ গদোগদো-
সেকি আর হয় চলে!
কিছু বোঝে না ধর্মীক বলে কথা ।
কত বড় দোকান দিয়ে যাচ্ছে জীবন
ক্ষৌরকার কেই চিনি না-
থাকগে সমঝোতার মাথা ভর্তি চুল।

১৫/০১/১৭
=======5461972236_d7c5d3c1c8_b

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

6 thoughts on “ক্ষৌরকার চিনে না

  1. কত বড় দোকান দিয়ে যাচ্ছে জীবন
    ক্ষৌরকার কেই চিনি না-
    থাকগে সমঝোতার মাথা ভর্তি চুল- বাহ!!https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. লিখাটিতে যথেষ্ঠ স্বতন্ত্রতা রয়েছে। অভিনন্দন কবি আলমগীর সরকার লিটন। :)

    1. না মারুব্বী দা একটু অন্যদিখে ভাবলাম বাস্তবতা অনেক অন্তনিহিত আছে
      অশেষ ধন্যবাদ দাদা

মন্তব্য প্রধান বন্ধ আছে।