(১)
একবার ধাক্কা খেলে নড়ে যায় পৃথিবীর ব্যালেন্সড অক্ষ
মধ্যমাঠের টানা শটে বল সরাসরি ঢুকে আসে গোলে।
(২)
ভালোবাসা ভাগ হলে গোলাপের ঠোঁটে উঠে আসে বস্তির প্রলাপ
ভালোবাসা নিভে গেলে চারপাশে ওড়ে ঘৃণা পোড়া ছাই।
(৩)
ঝিংকু ঝিকঝিক ক্রিসমাস ট্রির নীচে কাবাডি খেলে উদ্দন্ড অন্ধকার
ভিখারীর কালো হাত খুঁজে ফেরে ডাস্টবিনে কালো ড্রেনে দুর্গন্ধী পচে যাওয়া ভ্রূণ।
(৪)
সাফ করতে করতে ক্লান্ত হয়ে গেলে আমাকেও ফেলে দিও
তোমার মার্বেলের জানলায় ফুটবে সোনালি টিউলিপ।
(৫)
সারাদিন ব্যস্ততায় উড়ে যায় জল, শাঁখ, পুড়ে যাওয়া নদী
একটানা শূন্যতা চেখে বরফ হয়ে যায় রহস্যখাদান বারমুডা ট্র্যাঙ্গেল।
(৬)
সব মুভি শেষ হয়ে গেলে নিঝুম ঘর জুড়ে তেল মশলাহীন অন্ধকার
বিছানায় পড়ে থাকে ফাঁকা পেগ, ভর্তি অ্যাসট্রে, টুকরো সঙ্গম আর সারিডন।
দারুণ লিখন। অসাধারণ তোমার আইডিয়া প্রিয় সৌমিত্র চক্রবর্তী।
শব্দনীড়ের অনন্য এই প্রশ্রয়ে আমার বাস প্রিয় ভাইয়া মুরুব্বী।
ভালোবাসা ভাগ হলে গোলাপের ঠোঁটে উঠে আসে বস্তির প্রলাপ
ভালোবাসা নিভে গেলে চারপাশে ওড়ে ঘৃণা পোড়া ছাই – বাহ! মুগ্ধ হলাম কবিদা’!
এই তো বাস্তব পৃথিবীর চালচিত্র প্রিয় মামুন।
অসাধরণ মন্তব্য করার ভাষা খুজে পেলাম না ….!
ভালোলাগা অফুরান প্রিয় সালজার রহমান সাবু।
২ আর ৪ ভালো লাগছে
ঋণী হলাম বন্ধু নাজমুন নাহার।
বেশ লাগল————
ধন্যবাদ অফুরন্ত বন্ধু আলমগীর সরকার লিটন।