★
রেল ষ্টেশনে প্রচন্ড ভীড় এমনই একদিন আমাদের তিনজনের প্রথম পরিচয়। সময় একদিন আমার হৃদয় মাড়িয়ে তুমিকে সে’র সাথে ফিরতি ট্রেনের বন্ধ কম্পার্টমেন্টে পাশাপাশি বসিয়ে দেয়।
সেই থেকে একাকী এক নিরব প্ল্যাটফর্মে বিচ্ছিন্ন দ্বীপ হয়ে চলন্ত ট্রেনগুলোতে ওদের খুঁজে বেড়াই।
#আমি_তুমি_সে
★★
জৈষ্ঠ্য মাসের মাঠফাটা গরমে, কাকের হা করা উষ্ণতর অনুভবে চারপাশটা তখন ঝাঁ ঝাঁ আগুনে বাতাসে উদ্দীপ্ত।
কাঁধের ঝোলার স্ট্রাপ আরেকটু ‘এডজাস্ট’ করে নিয়ে বৃদ্ধাশ্রমের গেটের সামনে একটু থমকে, পেছনের ফেলে আসা খা খা শুন্য পথের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকেন বৃদ্ধটি।
প্রিয়জনেরা বাকি আলোটুকু নিভে যাবার জন্য তাকে এই ‘ডেড-এন্ডে’ পাঠিয়ে দিয়েছে।
#অগস্ত্যযাত্রা
★★★
মদ্যপ বাবাটা যখন মাকে ছেড়ে বস্তির আরেক মহিলার হাত ধরে চলে গেলো, তখন কতটুকুই আর বড় ছিল শিউলি!
সেই থেকে মা আর সে… সে আর মা.. কখনো কখনো কেবলি মা আর মা… কিন্তু কখনো সে আর সে হতে দেননি মা।
বছরগুলি ঘুরে ফিরে মায়ের চলে যাবার পাঁচ বছর পূর্ণ করালেও, এখনো মায়ের আঁচলের নরম আদরটুকু শিউলি অনুভব করে বরাবরের মতই।
#আদর
# ছবি: নেট থেকে কপি করা।
* চমৎকার, উপস্থাপনা…
অনেক ধন্যবাদ আপনাকে।
শুভ সকাল।
গল্প ত্রয় পড়লাম মি. মামুন। বেশ।
শুভ সকাল মি. মামুন।
আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া

শুভ সকাল।
অনুগল্পগুলো এরকম হয় মামুন দা
অনেক অনেক প্রেরণা পেলাম —————–
ধন্যবাদ আপনাকে।
অনেক ভালো থাকুন।
অনুগল্প তবে বাস্তবের কাঠিন্য জর্জরিত! ভাল লাগা জানাচ্ছি প্রিয়।
তিন লাইনের তিনটি অণুগল্প
বলছে তার জীবনের বিস্তৃত গল্প…
অফুরান শুভেচ্ছা মিতা।
তিন লাইনের তিনটি অণুগল্প
বলছে তারা জীবনের বিস্তৃত গল্প…
অফুরান শুভেচ্ছা মিতা।
সুন্দর, পড়তে ভালো লেগেছে। শুভকামনা