পাখির প্রদেশে

যারাই উড়েছে আদি পৃথিবীর প্রথম গ্রহণে
তারা জানে এই ভেলা ভাসে কোন সাঁঝের বেলায়
পাখির প্রদেশে গেলে প্রতি-ছবি কতো দেখা যায়
মানুষ পারলে পাবে শতাব্দীর অমোঘ যোজনে।

এসে দেখো যোগ আর বিয়োগের সরল সংসার
কতোটা ঘনিষ্ট হলে বুক খুঁজে পাঁজরের ভার।

5 thoughts on “পাখির প্রদেশে

  1. মানুষ পারলে পাবে শতাব্দীর অমোঘ
    যোজনে।।সত্যিই খুবই ভাল লিখেছেন।

  2. কবিতার জন্য নিরন্তর শুভেচ্ছা প্রিয় ইলিয়াস ভাই। কবিতার জয় হোক।

  3. এসে দেখো যোগ আর বিয়োগের সরল সংসার
    কতোটা ঘনিষ্ট হলে বুক খুঁজে পাঁজরের ভার।
    – অসাধারণ!! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  4. এসে দেখো যোগ আর বিয়োগের সরল সংসার
    কতোটা ঘনিষ্ট হলে বুক খুঁজে পাঁজরের ভার।

    একদম – কতোটা ঘনিষ্ঠ হলে বুক খুঁজে পাজরের ভার –

মন্তব্য প্রধান বন্ধ আছে।