নারী তোমাকে ভালবেসে হলাম

নারী, তোমাকে ভালবেসে হলাম সন্ন্যাসী
আপন ইচ্ছায় গলায় পড়লাম প্রেমের ফাঁসি।
নারী, তোমাকে ভালোবেসে ছাড়লাম ঘর বাড়ী
সব ছেড়ে আজ হলাম পথের ভিখারি।
নারী, তোমাকে ভালোবেসে হয়েছি ঘৃণার পাত্র
পাইনি ভালোবাসা পেয়েছি দীক্ষা মাত্র।
নারী, তোমাকে ভালোবেসে হারিয়েছি
আপনজন তবুও আমি পাইনি তোমার মন।
নারী, তোমাকে ভালোবেসে পেলাম শুধু কষ্ট
জীবনটা আমার হয়ে গেল নষ্ট।
নারী, তোমাকে ভালবেসে দিয়েছি মন
প্রাণ, তারপর ও পাইনি কিছু করেছো অপমান
নারী, তোমাকে ভালবেসে করেছি কত কিছু
তুমি নারী আজ ছেড়েছো আমার পিছু
নারী, তোমাকে ভালবেসে পেয়েছি মিথ্যে আশ্বাস
আর তাই কোন নারীকে আমি করবো না বিশ্বাস
নারী।

13 thoughts on “নারী তোমাকে ভালবেসে হলাম

  1. নারী তোমাকে ভালবেসে পেয়েছি মিথ্যে আশ্বাস
    আর তাই কোন নারীকে আমি করবো না বিশ্বাস।
    শুভ সকাল কবি।

    1. অশেষ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা রইল। প্রিয় মুরুব্বী অাংক্কেল

  2. অশেষ ধন্যবাদ।প্রিয় কবি মামুনুর রশিদ। দাদা ভাই। এবং সেই, শুভ সকালের। শুভেচ্ছা। রইল।

  3. নারী, তোমাকে ভালবেসে পেয়েছি মিথ্যে আশ্বাস
    আর তাই কোন নারীকে আমি করবো না বিশ্বাস
    নারী।- বড্ড দু:খজনক :(

  4. অশেষ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা রইল প্রিয় কবি। শুভ কামনা জানবেন।

  5. আহারে ! ফের কিন্তু তার কাছেই যাবেন। রবীন্দ্রনাথ ঠাকুর কি আর সাধে বলেছেন
    “জেনেশুনে বিষ করেছি পান “

  6. অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ।আপু।
    কি আর করার আছে বলুন সর্বশেষে নারীর কাছেই যেতে হয়।

মন্তব্য প্রধান বন্ধ আছে।