[তিনপর্ববিশিষ্ট মাত্রাবৃত্ত]
ঝাঁঝালো সকাল রোদেলা দুপুর মিষ্টিবিকেল
পায়ে পায়ে সেযে হেঁটে যায় নিজে ফুরায় না পথ
সময়ের ঘুড়ি করে ওড়াউড়ি যেন একরেল
কচ্ছপগতি হোক না সে অতি অবিরাম রথ।
পার হয় চর বিশাল সাগর এই তার খেল
আমায় সে দলে ছুটে যায় চলে নেই ফুরসৎ
খেলে আলোছায়া কীযে মহামায়া আর হিম্মত
আমার খোলস করে সে বদল দেখায় তো জেল!
হয় না সে বুড়ো আমি হই খুড়ো রঙচটা ঘুড়ি
নড়বড়ে খুঁটি খাই লুটোপুটি যন্ত্রবিকল
পাতার মতন শুকনো জীবন তবু আমি উড়ি
ভুলে যাই কেন পায়ে বাঁধা যেন লাটাই-শিকল?
কেন দাও দোলা কী আপনভোলা পেয়ে সুড়সুড়ি
আমি তো পাগল করি যে আসল জীবন-বিকল!
মাত্রাবৃত্ত সম্পর্কে ধারণা নেবার চেষ্টা করছি।
শুভেচ্ছা।
ধন্যবাদ। এটা বিশেষ অনুপ্রাসযুক্ত মাত্রাবৃত্ত।
ভালো লাগলো
ধন্যবাদ
লিখাটি আমার কাছে ভালো লেগেছে। শুভকামনা প্রিয় বাদশা ভাই। ধন্যবাদ।
অনেক ধন্যবাদ ভাল্লাগায়
শুভেচ্ছা নিন কবি ।
ভাল্লাগায় ধন্য হলাম