আমার চারাগাছ মেয়ে
বলতে গেলে এখনও কুঁড়িই আছে
এখনই সে একা একা স্কুলে যেতে যায়
একা একাই স্কুল থেকে ফিরে আসতে চায়!
তার সাদা চোখ সবকিছু সাদা-ই দেখে
লাল,নীল, কালো, বেগুনি বুঝে না
তার টোল পড়া গালে যেমন চাঁদ উঠে
সে ভাবে সবার-ই গালে অমন সূর্য ফোটে!
আমি কতো বলি মা, পথ শুধু পথ নয়
কিছু বালি, ইট, পাথর
অথবা
কাদামাটির সমষ্টি নয়
আমাদের এখন পদে পদে বিপদ
কে শোনে কার কথা!
আমার চারাগাছ মেয়ে স্কুলে যায়
আমিও নিরাপদ দূরত্বে পেছন পেছন স্কুলে যাই
আবার সে ফিরে আসে
আমিও তেমনি ফিরে আসি!!
আপনার মেয়ের জন্য অনেক অনেক শুভ কামনা রইলো।
কৃতজ্ঞতা অফুরান –।।
সুন্দর লিখা। চারাগাছ মেয়ের জন্য অফুরান ভালোবাসা প্রিয় কবি।
কৃতজ্ঞতা অফুরান –জামান ভাইয়া।।
আমার চারাগাছ মেয়ে স্কুলে যায়
আমিও নিরাপদ দূরত্বে পেছন পেছন স্কুলে যাই
আবার সে ফিরে আসে
আমিও তেমনি ফিরে আসি!!
কৃতজ্ঞতা অফুরান কবি।।
চারাগাছ মেয়ের জন্য অনেক শুভ কামনা…
কৃতজ্ঞতা অফুরান কবি।।