(২৫ বছর আগের লেখা) আমার প্রলাপ

দৈব আদেশ পেয়ে তোমাকে ক্ষীর দিয়ে বানাই
কালো একটা তিল বসাই রোগা সাহসটাতে
তোমাকে উপার্জন করার ক্ষমতা
ওই তিল তিল মৃত্যুর মধ্যে আসে
তোমাকে মৃগয়া করি এমন লম্পট জুন মাস
হাত থেকে কেড়ে নেয় একজোড়া ডাহুক-ডাহুকী
বৃষ্টির বুকের কাছে উঠে এসে দেখি
ওপরের ঠোঁট আকাশ, নিচেরটা সমুদ্র
ভেসে যেতে যেতে তোমারই ওষ্ঠমূলে তোমাকে উৎসর্গ করে দিই।

5 thoughts on “(২৫ বছর আগের লেখা) আমার প্রলাপ

  1. কালো একটা তিল বসাই রোগা সাহসটাতে –
    তাই হোক – কবি ।
    শুভকামনা জানবেন ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।