বুনোহাঁস গুলো ঘুমিয়ে আছে বুকের ভেতর
অথৈ নদী জল শুকিয়ে গেছে, জীর্ণ শৈত্যপ্রহর
ধুলোর আস্তরণে কুয়াশার বিবমিষা
ঘুম হীন অস্থিরতায় উদ্বিগ্ন রাত্রি আমার, অন্তর
পুড়ে উড়ে গেছে ছাই; অবশিষ্ট রয়েছে কেবল হতাশা।
একাগ্র প্রার্থনায় নিবেদিত সমগ্র চেতনা, কান্নার আকুতি
ইথারের আড়ালে বাজে বহু পরিচিত সঙ্গীত, বেদনা বিধুর শ্রুতি
যন্ত্রণায় কাতর ইন্দ্রিয় ছেড়ে উবে গেছে স্বপ্ন দূর- বহুদূর।
প্রাণের অরণ্যে পোড়া পাহাড়, একটি মৃত ঝর্ণা
যেখানে চেপে রাখি দীর্ঘশ্বাস! পুরনো ক্ষত চিহ্নের মত ।
দাউদুল ইসলাম।
পূর্ণ কবিতার আস্বাদ পাই আপনার লিখায় স্যার। গ্রেট।
শুভেচ্ছা এবং অভিনন্দন ও এককাপ কফি উপহার রইলো স্যার।
প্রাণের অরণ্যে পোড়া পাহাড়, একটি মৃত ঝর্ণা
যেখানে চেপে রাখি দীর্ঘশ্বাস! পুরনো ক্ষত চিহ্নের মত ।
পুরনো ক্ষত চিহ্ন – মৃত ঝর্ণা – পোড়া পাহাড় –
হতাশা বাদী কবি অবশ্যই আশাবাদী হোন –
কবিতা ভালো হয়েছে । শুভকামনা রইলো ।
প্রাণের অরণ্যে পোড়া পাহাড়, একটি মৃত ঝর্ণা
যেখানে চেপে রাখি দীর্ঘশ্বাস! পুরনো ক্ষত চিহ্নের মত ।—–
কবিতায় যে কয়টি শব্দ ব্যবহার করা হয়েছে তা এতটাই যথাযথ হয়েছে বলে আমার মনে হয়েছে আমি বিস্মিত হয়েছি।
আসুন মেতে উঠি সৃষ্টির উন্মাদনায়।
বাহ! ভীষণ ভালো লাগলো
প্রাণের অরণ্যে পোড়া পাহাড়, একটি মৃত ঝর্ণা

যেখানে চেপে রাখি দীর্ঘশ্বাস! পুরনো ক্ষত চিহ্নের মত