যদি থেমে যায় শান্ত জীবনের সকল বসন্ত; জীবন ঘেরা স্বপ্নাঙ্গন-স্থির এই পুষ্প-শূন্যে…
শীত বৃক্ষের মতো। আসি যাই ফেরে সে; প্রান্তিক তটরেখার এই অবগুণ্ঠিতা মহাকালে !!
.
.
শব্দশিল্পী প্রিয় সুনয়ন অনুভব থেকে অনুপ্রাণিত।
________________________
___ রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন।
দুঃখের পরে সুখ— সুখের পরে দুঃখ। দুঃখের ভেতর সুখ এবং সুখের ভেতর দুঃখ— এই হলো জীবনের মহাসুত্র!
সালাম এবং শুভেচ্ছা নিন মুরুব্বী স্যার।
সর্বৈব সঠিক বলেছেন মি. রশিদ। আপনার সেন্স অব হিউমার অসাধরণ।
আপনার ছোট ছোট অণুলিখনে বেশ গভীরতা থাকে।
গভীরতার চাইতে আপনাদের পাশে থাকার অভিপ্রায় চালাচ্ছি এটাই বড় কথা।
শীত বৃক্ষের মতো। আসি যাই ফেরে সে; প্রান্তিক তটরেখার এই অবগুণ্ঠিতা মহাকালে !!
– এই তো জীবন।
এই ই তো জীবন মি. মামুন। ধন্যবাদ।

স্বাগত ভাইয়া আপনাকে।
সুন্দর
ধন্যবাদ প্রিয় শাহ আলম বাদশা ভাই।
এই মহাকালে রেখেছি তুচ্ছ সব পদছাপ
লক্ষ গুনায় আসক্তি এই মহাকালে
ক্ষমো হে আমার সকল অপরাধ
আপনার মন্তব্য … পোস্টকেও ছাড়িয়ে যায় আপা।
:heart:
:heart: