ঘামগন্ধ নিয়ে মাত্রই সিজদায় গেলেন যিনি
তিনি জন্ম কারিগর ধ্যানী কৃষক
মৃত্তিকার সাথে যার নিত্য সহবাস হয়
তিনি সবার মুখে অন্ন তুলে দেন
আমাদের সবার বাবা হবার যোগ্যতা রাখলেও
বছরের পর বছর শুধু শস্যদানাই উৎপাদন করছেন
অথচ এইসব সন্তান নিয়ে তার বিন্দুমাত্র অহঙ্কার নেই।
সিম্পলি বেস্ট ওয়ান। অভিনন্দন প্রিয় কবি।
বাংলার আসল রূপ আনার অভিনন্দন ও শুভেচ্ছা
অভিনন্দন কবি ভাই
শুভ কামনা রইলো
আমাদের সবার বাবা হবার যোগ্যতা রাখলেও
বছরের পর বছর শুধু শস্যদানাই উৎপাদন করছেন
অথচ এইসব সন্তান নিয়ে তার বিন্দুমাত্র অহঙ্কার নেই।
সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা –
মনে পড়ে গেলো ।
বাবা তো সন্তানেরর জন্য করেন । যখন করেন তার সন্তান তাকে কি দেবে সে ভাবে না ।
কবিতার প্রথম দুটো লাইন ভালো লেগেছে ।
শুভকামনা জানবেন ।