মেঘবৃষ্টির প্রণয়

your-love-nurtures-me

কি নেশা সেই ঘ্রাণ পরলে পলক
মাথার আড়ি ঝিনঝিন করে মনের চলক-
হালকা পাতলা নেশার লম্বা গড়ন !
ঝিলিক মারা শুকনো সবুজ রঙের ধরণ।

হাসি ছড়ায় পাগলা খিয়ালে –
কথা কয় মুখটি চাবি আকাশ চেয়ে;
মেঘ বৃষ্টি ঝরায় সন্ধ্যা কি বিকালে
শুধু ভবের খই ফুটা বিষাদ খেয়ে

সেই নেশা চাই উড়া ঘ্রাণ চাই-
পলক পরুক নামহীন গোধূলীর বেলায়
সেখানেই শুধু অন্তসীমানায়
রয়েছে ভাবের উগ্র চরণের প্রণয় ।
৩০/০১/১৭
———-

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

12 thoughts on “মেঘবৃষ্টির প্রণয়

    1. জ্বি দাদা শুভ সকাল
      ভাল থাকুন ——–
      বই মেলাতে কবে আসবেন

  1. “সেই নেশা চাই উড়া ঘ্রাণ চাই-
    পলক পড়ুক নামহীন গোধূলীর বেলায়“
    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. মেঘ বৃষ্টি ঝরায় সন্ধ্যা কি বিকালে
    শুধু ভবের খই ফুটা বিষাদ খেয়ে

    সুন্দর, অনুভূতির স্বচ্ছ প্রকাশ। ভালো লাগা রইল।

মন্তব্য প্রধান বন্ধ আছে।