তোমার গায়ে জড়িয়ে আছে মেঘের আঁচল
আমি বললাম, জল-
ছিটিয়ে দিলে বদলে যাবে রঙ।
এবং ভুল করে যে গাঙচিল উড়েছিল তোমার
মাথার উপর,
সে-ও জেনে যাবে তুমি আমার একমাত্র প্রেমিকা
যার হাতে এর আগেও জ্বলেছিল শরতের শুদ্ধ শিখা
ভালোবাসি বলে,
আমিও খুঁজেছি উষ্ণতা
সেই শিখার অনলে।
চেয়েছি অানন্দ-উত্থানগুলো
ছবি হয়ে আকাশে থাকুক।
রাংতায় মোড়া কোনো অগ্নিকুসুম
পুড়িয়ে দিক বিরহবিলাস
চকচকে রুপোর মতো সুখটুকু
পুনরায় সমুদ্রে ভাসুক।
ভাসার কৃতিত্ব নিয়ে, যাই বৃন্দাবনে
পাশে থাকো সখি তুমি-
মেঘময়, সুর-সম্মোহনে।
কবিতার জন্য ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন প্রিয় ইলিয়াস ভাই।
তোমার গায়ে জড়িয়ে আছে মেঘের আঁচল
আমি বললাম, জল-
ছিটিয়ে দিলে বদলে যাবে রঙ- অনন্য কথন।
সহজসরল ভাষায় কবিতা ভালো লাগলো।
শুভেচ্ছা জানবেন