মধ্যরাতের ট্রেন

মধ্যরাতের ট্রেনে চেপে কিছু পাখি যাত্রা করছে
দীর্ঘশ্বাসের পথ জুড়ে শুধুই হাহাকার

আমরা স্বপ্নে দেখি ভেনাসের মূর্তি

একটি নবাগত বৃক্ষ, কচি পাতা টেনে আনে আমাদের
অবহেলায় আমরা মৃত্যু
উড়ে আসে বিমানের মতো।

দৃশ্যের ভেতর তৈরি হতে থাকে বুনো খেয়াল
ইচ্ছে সমুদ্রে ডুবতে থাকে মধ্যরাতের ট্রেন।

8 thoughts on “মধ্যরাতের ট্রেন

  1. অনেক অনেক শুভেচ্ছা রইলো কবি। সেই সাথে নতুন প্রকাশনারও অভিনন্দন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. দৃশ্যের ভেতর তৈরি হতে থাকে বুনো খেয়াল

    লাইনটি খুব ভাল লেগেছে। শুভেচ্ছা নিবেন কবি।

  3. দৃশ্যের ভেতর তৈরি হতে থাকে বুনো খেয়াল
    ইচ্ছে সমুদ্রে ডুবতে থাকে মধ্যরাতের ট্রেন।
    বেশ ভালো লাগলো।
    শুভেচ্ছা জানবেন

  4. ইচ্ছে সমুদ্রে ডুবতে থাকে মধ্যরাতের ট্রেন।
    ভালো লাগছে । শুভকামনা জানবেন ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।