ভেজাল

দুধের ভেতর ভেজাল!
ভাতের ভেতর ভেজাল!
মাছের ভেতর ভেজাল!
রেস্টুরেন্ট -হোটেলে ভেজাল!
মিডিয়ার ভেতর ভেজাল!
টেলিভিশনে ও ভেজাল!
বিষের ভেতর ভেজাল!
ডাক্তারি সার্টিফিকেটে ভেজাল!
ডাক্তারি চেম্বারে ও ভেজাল!
ঔষধের ভেতর ভেজাল!
ইনজেকশনের ভেতর ভেজাল!
সিগারেটের ভেতর ভেজাল!
পানের ডিব্বাতে ও ভেজাল!
জর্দার ভেতর ভেজাল!
গাঁজা ইয়াবা হিরোইনে ভেজাল!
রমণীর প্রেমপ্রীতির ভেতর ভেজাল!
রমণীর ভ্যানিটিব্যাগের ভেতর ভেজাল!
রমণীর পোশাকআশাকে ও ভেজাল!
শাশুড়ি বউয়ের ভেতর ভেজাল!
স্বামীস্ত্রীর সংসারের ভেতর ভেজাল!
বাজারের ব্যগের ভেতর ভেজাল!
তরিতরকারির ভেতর ভেজাল!
পলাউ রেসিপির ভেতর ভেজাল!
কোর্টকাছারির ভেতর ভেজাল!
শিক্ষকের ভেতর ভেজাল!
সাদা কাগজে ভেজাল!
কলমের ভেতর ভেজাল!
ব্যাংকের ভেতর ভেজাল!
নাটকের ভেতর ভেজাল!
সিনেমার ভেতর ভেজাল!
কবিতার ভেতর ভেজাল!
প্রকাশকের ভেতর ভেজাল!
গানের ভেতর ভেজাল!
নায়ক-নায়িকার ভেতর ভেজাল!
প্রশাসনের ভেতর ভেজাল!
রাজনীতির ভেতর ভেজাল!
নেতার লেবাসে ভেজাল!
নেতার বক্তৃতার ভেতর ভেজাল!
বিবেকের ভেতর ভেজাল!
মনুষত্বের ভেতর ভেজাল!
কালোবাজারের ভেতর ভেজাল!
ব্যবসায়ীদের ভেতর ভেজাল!
বিজ্ঞানের ভেতর ভেজাল!
প্রযুক্তির ভেতর ভেজাল!
ভেজাল ভেজাল ভেজাল!
ভেজালের ভেতর ভেজাল!!!

5 thoughts on “ভেজাল

  1. ভেজালে পূর্ণ সবকিছু যদি
    নিজেকে পাই ভেজালের আদি।

    শুভেচ্ছা সেই সাথে শুভ সকাল কবি।

মন্তব্য প্রধান বন্ধ আছে।