আমাদের মুসলিম সমাজের প্রতি প্রশ্ন-

ইসলাম যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদর্শ হয়ে থাকে তাহলে মুসলিম ঘরের সন্তানরা নাস্তিকতার দিকে ঝুঁকছে কেন? তাহলে কি ইসলামের আদর্শে কোনো ভেজাল ঢুকে পড়েছে? এই ইসলাম বিশ্বনবীর আনিত প্রকৃত ইসলাম নয়?
.
নাস্তিক হবার কারণে কাউকে হত্যা করার বৈধতা আছে কিনা ইসলামে? যদি বৈধতা থাকে তাহলে কী করবেন? দেশের সকল নাস্তিককে হত্যা করবেন? সারা বিশ্বে মুসলিমদের মোট সংখ্যার তুলনায় মোট নাস্তিকের সংখ্যা কিন্তু কম নয়।
.
শুধু নাস্তিক হবার কারণে বিশ্বনবী কি কাউকে হত্যা করেছিলেন?
কেউ রসুলের সমালোচনা করলেও তাকে হত্যা করার বৈধতা আছে কি ইসলামে? শাস্তির বৈধতা যদি থাকেও সেটা কার্যকর করবে কে? যে কেউ শাস্তি প্রদান করতে পারবে নাকি রাষ্ট্র?
.
নাস্তিকমুক্ত বাংলাদেশ গড়তে হবে কেন? নাস্তিকদেরকে বাংলাদেশ ছাড়তে হবে কেন? নাস্তিকদেরকে বিশ্ববিদ্যালয় ছাড়তে হবে কেন? ‘নাস্তিকতা-আস্তিকতার লড়াই’ নামে কোনো লড়াই বিশ্বনবী কখনও করেছিলেন কিনা? কিংবা আমাদেরকে নাস্তিকদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবার হুকুম দিয়ে গেছেন কিনা?
.
বিশ্বনবী ইহুদিদেরকে স্বাধীনভাবে ধর্মপালনের সুযোগ করে দিয়েছিলেন, খৃষ্টানদেরকে মসজিদে এবাদত করার সুযোগ করে দিয়েছিলেন। অর্থাৎ কারো ব্যক্তিগত বিশ্বাসে হস্তক্ষেপ করা হয় নাই। তাহলে নাস্তিকরা কেন ব্যক্তিগতভাবে তাদের অবিশ্বাস লালন করতে পারবে না?
.
সমাজের চাক্ষুষ্মান হাজারো অন্যায়, অবিচার, শোষণ, বঞ্চনা ইত্যাদি চলতে দেখেও যারা ‘টু’ শব্দটি উচ্চারণ করেন না, এইসব অন্যায়-অবিচার বন্ধ করার প্রচেষ্টাকে নিজেদের ঈমানী দায়িত্ব মনে করেন না, তারা ‘নাস্তিক্য’ ইস্যুতে এত সরব হন কেন? যারা নিজেদেরকে উমরের উত্তরসূরী দাবি করে নাস্তিকদের বিরুদ্ধে বুকের তাজা রক্ত ঢেলে দেবার হুংকার ছাড়েন তারা কেন ঐসব লোকের বিরুদ্ধে হুংকার ছাড়েন না যারা মানুষের অধিকার কেড়ে খাচ্ছে, দেশের সম্পদ বিদেশে পাচার করছে, ব্যাংক থেকে টাকা লুট করছে, মা-বোনদের সম্ভ্রম নষ্ট করছে, সন্ত্রাস সৃষ্টি করছে, ঘুষ-দুর্নীতিতে আপাদমস্তক ডুবে আছে?

2 thoughts on “আমাদের মুসলিম সমাজের প্রতি প্রশ্ন-

  1. ‘নাস্তিকতা-আস্তিকতার লড়াই’ সমর্থন করিনা।
    দুঃখজনক এই পরিস্থিতি দীর্ঘসময় বিরাজ করছে দেশে।

  2. ইসলাম যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদর্শ হয়ে থাকে তাহলে মুসলিম ঘরের সন্তানরা নাস্তিকতার দিকে ঝুঁকছে কেন? তাহলে কি ইসলামের আদর্শে কোনো ভেজাল ঢুকে পড়েছে? এই ইসলাম বিশ্বনবীর আনিত প্রকৃত ইসলাম নয়?- আলোচনায় উত্তর জানা যেতে পারে।
    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।