আনন্দ সমাচার

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, অমর একুশে বইমেলা-২০১৭ উপলক্ষে আমার দুটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। গ্রন্থ দুটি যথাক্রমে-
১। ডাম্বুলার প্রেম (ছোটগল্প সংকলন)
====================
এ গ্রন্থটিতে সর্বমোট ০৯টি ছোটগল্প রয়েছে। প্রত্যেকটি গল্প সহজ-সরল এবং সাবলীল ভাষায় রচিত। জীবনবোধে অনন্য। আমার বিশ্বাস প্রতিটি গল্পে পাঠক নিজেকে খুঁজে পাবেন।

২। ভালোবাসার নির্বাচিত কবিতা (কাব্য গ্রন্থ)
========================
এ গ্রন্থটিতে সর্বমোট ১১৯টি কবিতা আছে। প্রতিটি কবিতায়ই হৃদয়ের গভীর থেকে উঠে আসা ভালোবাসার বর্ণিল ব্যাঞ্জনায় প্রস্ফুটিত। পাঠকের ভালো লাগাই আমার একমাত্র কাম্য।।

দুটি গ্রন্থ-ই প্রকাশ করেছে স্বনামধন্য জলছবি প্রকাশন। প্রকাশকঃ এ কে এম নাসির উদ্দিন আহমেদ কাবুল, প্রচ্ছদ করেছেন যথাক্রমে- চারু পিন্টু এবং মোস্তাফিজ কারিগর।
দুটি গ্রন্থ-ই ০৬ ফর্মার। আশা করি, গ্রন্থ দুটি পাঠক হৃদয়ে কিছুটা হলেও দোলা দিবে। কোনো সুহৃদ বন্ধু যদি গ্রন্থ দুটি পেতে চান তাহলে যোগাযোগ করার অনুরোধ রইল।। তাছাড়া বইমেলায় জলছবি, দাঁড়িকমা এবং ম্যাগনাম ওপাস স্টলেও বই দুটি পাওয়া যাবে।।

সকলের সার্বিক মঙ্গল কামনা করছি —।।

12 thoughts on “আনন্দ সমাচার

  1. ১। ডাম্বুলার প্রেম (ছোটগল্প সংকলন)
    ২। ভালোবাসার নির্বাচিত কবিতা (কাব্য গ্রন্থ)

    ___ অভিনন্দন প্রিয় কবি। সার্বিক মঙ্গল এবং সাফল্য কামনা করছি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. হ্যা আনন্দ সংবাদই বটে। প্রকাডিত নিজের বইএর গনফহই সারা জীবন মনে রাখার মত।
    সফলতা কামনা করি।

  3. আপনার বই এর সাফল্য কামনা করি।
    অভিনন্দন ও শুভ কামনা রইল।

মন্তব্য প্রধান বন্ধ আছে।