মনের বীণায় যে সুর বাজে
বাঁশরী সে গান গায় না,
আজ এই ফাল্গুনি হাওয়া
নীরবে কেন বয়ে যায় তুমি জান না।।
বাঁশরী সে গান গায় না,
আজ এই ফাল্গুনি হাওয়া
নীরবে কেন বয়ে যায় তুমি জান না।।
সবই তো হলো আজ মরীচিকা
মিছে হলো ভালোবাসা।
আলেয়ার টানে তাই
নিভে গেল সব আশা।।
বুঝি নাই সে তো ভুলেরই হাতছানি
তুমি আজও সে কথা মান না।
মরুতে হারায় যে নদী
সেতো বয় না সাগর পানে।
বিরহের গান গেয়ে যায়
বাতাসের কানে কানে
ভুলেই সাজানো মধু যামিনী
আর তো ফিরে আসে না।।
কবিতা এবং প্রচ্ছদ দুটোই প্রসংশনীয়। অভিনন্দন প্রিয় বন্ধু।
ধন্যবাদ প্রিয় বন্ধু। ভাল থাকুন অনন্তকাল ধরে।
শুভকামনা জানবেন ।
ধন্যবাদ আপা।
নিরন্তর শুভেচ্ছা জানবেন কবি।। চমৎকার লিখেছেন।।