এক দিন ছিল সে তো! লজ্জাবতীর সহচর
এক দিন ছিল সে তো! লজ্জাবতীর সহচর। সরষে ক্ষেতে, হলদ পাঁপড়ি ঝড়া আবিরে, লজ্জাবতী যেন চুপসে সারা। মাড়িয়ে গিয়ে ছিল কাঠবিড়ালীর খুনসুঁটির মত্ততা।
সেই মত্ততাই, একদিন কাল হল তারই। চাওয়ার অসিম সাহসই একদিন প্রেম স্বপ্ন ভাসাল। লজ্জাবতীর আদল খুলে, ঠোঁট লেহনে হাসাল। লজ্জাবতীর পাতার শিরা উপশিরায় এ কোন কুঁকড়ে যাওয়া অমানিশায় হারাল?
শিশির ভেজা কাঁপানো জল মুছে, আলোর নৃতে আড়মোড়া ভাঙে। যেন নদীর মোহনার কোলাহল। জাগে সুখ, জাগে বিস্ময়, উজার খরায় নামে বর্ষা। চুঁয়ে পড়া জলে, মৃত্তিকা সোদা ভিজে, বীজের অনাহারি সিক্ততায় অঙ্কুরোদগম।
১৪২৩/১৯, মাঘ/শীতকাল।
খুব ভালো লাগলো
শুভেচ্ছা জানবেন
কবি আমার ভালোবাসা যেন,,,,,,,,,
গদ্য কবিতাকে আমি বরাবরই সমীহের দৃষ্টিতে দেখি।
ভালোবাসা প্রিয় বন্ধু।
ভালোবাসা যেন বন্ধু,,,,,,,,,,,,
ভালো লাগলো কবি । শুভকামনা জানবেন ।
যাই যাই শীতের শুভেচ্ছা,,,,,,,,,,,,,,,,,,,,,
জাগে সুখ, জাগে বিস্ময়, উজার খরায় নামে বর্ষা। চুঁয়ে পড়া জলে, মৃত্তিকা সোদা ভিজে, বীজের অনাহারি সিক্ততায় অঙ্কুরোদগম।
fantastic
গুরু, আমার ভালোবাসা জানবেন,,,,,,,,,,,,,,
এক দিন ছিল সে তো! লজ্জাবতীর সহচর- ওভাবেই থাকুক চারু ভাই।
ভালো লাগলো লেখাটি। প্রথম লাইনটি কোট করেছি দেখে ভেবে বসবেন না আবার, কেবল এক লাইনই পড়েছি।

মামুন ভাই আমার ভালোবাসা জানবেন,,,,,,,,,,