মধ্যরাতের ডায়রি

আজ সারাদিন সার্চ বক্সে ঢুকে বারবার সার্চ করেছি
যত্রতত্র বাহারি বিজ্ঞাপন দেখে কতোবার যে থেমেছি
কতোবার —- তার কোনো ইয়ত্তা নেই; আমি বরাবরই
কবিতায় জীবনের কথা বলি- এই আমার এক দোষ!
আমি আমার জীবনের মতোই মাঝে মাঝে ভুল বানানে
কবিতা লিখি- সেও আরেক দোষ!

কেউ বলতে পারো এসব মুদ্রাদোষ নাকি স্বপ্নদোষ?
দাঁতে ব্যথা হলে দাঁত উপড়ে ফেলা যতোটা সহজ, ভুল
জীবন কাটাছেঁড়া করে বাদ দেওয়া ততোটা সহজ না!

আজকাল মধ্যরাতের মতো বুকের ভেতরটা খালি খালি
লাগে, মনে মনে ভাবি জীবনে যেমন উত্তম হতে পারিনি,
তেমনি পারিনি অধমও হতে!!
আবার কাউকে বলতেও পারি না আমি মধ্যবিত্তের বলী!

বলতে পারো, এখন আমি কার কাছে বলি———
আমার রাতের সংজ্ঞাটি বদলে দাও
আমার মধ্যরাতের সংজ্ঞাটি বদলে দাও
এই কাটাছেঁড়া ডায়রির বদলে আমাকে একটি নতুন
ডায়রি দাও —- বিশুদ্ধ বানানে কবিতার লেখার ডায়রি!!

10 thoughts on “মধ্যরাতের ডায়রি

  1. যথার্থ প্রত্যাশা। কবি চাওয়া পূরণ হোক এমনটাই চাইবো।
    সুন্দর লিখায় অভিনন্দন প্রিয় কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. আমি বরাবরই
    কবিতায় জীবনের কথা বলি- এই আমার এক দোষ!- এ এক অসাধারণ দোষ https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_yahoo.gif এমন দোষে দোষী হতে চাইবো আমিও।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  3. আপনার লেখার ভাব দেখে শুধু মুগ্ধ হই,
    কি বলবো।
    অসাধারণ।
    শুভেচ্ছা নিবেন।

  4. আজ সারাদিন সার্চ বক্সে ঢুকে বারবার সার্চ করেছি
    যত্রতত্র বাহারি বিজ্ঞাপন দেখে কতোবার যে থেমেছি—–

    ভাল থাকুন দাদা

মন্তব্য প্রধান বন্ধ আছে।