জানলা খোলাতে চাও এ ভুতদুপুরে!
চার্দিকে হাজার আঙুল
রে রে করে উঠলেই
বংশগত অবিশ্বাস তাড়া করে।
বলগা হরিণ মরুভূমির বালিতে হুমড়ি খেলেই
অট্টহাস বিষদ্রংষ্ট অবেলার রোদ্দুর।
দরজা খোলাতে চাও এ বিকট সন্ধ্যেয়!
নাটমন্দিরে ঘিরেছে এখনো
অন্ধযুগ মৌল নিদান
এক্ষুনি তর্জনী উঁচিয়ে বলে উঠবে ‘খালাস’,
সব রঙ চুরি হয়ে মাটিতে থাকবে
শুধু লোহিত বিষন্নতা।
খোলা আকাশের নীচে ননীচুরির গল্প আজও
টানে বসন্তবালিকার সকাল রোদ্দুর,
অন্ত্র ছিঁড়ে গেন্ডুয়া খেলো
শাবাসি জানাবে পচা নর্দমা গন্ধ,
সাতপাকে বাঁধার গূঢ় ইচ্ছা জানলেই
শপাং চাবুক হাওয়ায় শিস তুলে
ফেরাবে সিন্দবাদের ধ্বংসমুলুক।
অসাধারণ লেখা
শুভেচ্ছা প্রিয় কবি প্রিয় সৌমিত্র চক্রবর্তী।
অসাধারণ লিখেছেন প্রিয় কবি
শুভকামনা রইল