দেখতে দেখতেই
লালচে একখণ্ড মাংসপিণ্ডটার
ভেতর থেকে বেরিয়ে এল তিনটে নির্বোধ ঠ্যাং
একটা অবোদ্ধ পতাকা
পতাকার রং দেখার সময় ছিল না
নিঃশ্বাসও হাওয়ার জ্যামজটে তখন দিশেহারা
সন্ধ্যেয় বাড়ী ফিরে স্নান করতেই ঝাঁপিয়ে
পড়ে আত্মহত্যা করলো কুয়াশা।
3 thoughts on “নিজকিয়া”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
ভেবেছিলাম ‘নিজকিয়া’ সিরিজের শুরুটা আদৌ ধরতে পারবো কিনা !!
অবেশেষে ধরা গেলো। শুরু সুন্দর। অভিনন্দন প্রিয় সৌমিত্র।
দেখতে দেখতেই
লালচে একখণ্ড মাংসপিণ্ডটার———অসাধারণ
দেখতে দেখতেই

লালচে একখণ্ড মাংসপিণ্ডটার
ভেতর থেকে বেরিয়ে এল তিনটে নির্বোধ ঠ্যাং-