এমন মুগ্ধতা নিয়ে

শুধু তোমার কাছেই ফিরে আসা যায়, নদীর নোলক দেখে যে চাঁদ
আত্মমুখ খোঁজে এমন মুগ্ধতা নিয়ে, শুধু এ কথাই বলা যায় গর্বে
গরিমায় ভালোবাসি এই আধুনায়তন। নিসর্গ-নারীর যুগ্ম সুবাস বুকে
প্রহরের ভাঙচুর, প্রেমের প্রথম পাঠ। পঠনের ভিটায় দাঁড়িয়ে এ
নিঃশ্বাস বার বার নিয়ে যায় লব্ধ নগরে …..
শুধুই ফিরে আসা যায় শর্তহীন, লঘু ডুবোচরে।

3 thoughts on “এমন মুগ্ধতা নিয়ে

  1. নিসর্গ-নারীর যুগ্ম সুবাস বুকে
    প্রহরের ভাঙচুর, প্রেমের প্রথম পাঠ।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।