ভেঙ্গেছে পেয়ালা চায়ের চক্করে
বুনছে স্বপ্ন সোনার
ধানের নিড়ানি সামনে দেখছে
চড়ুইয়েরর বাসা বোনার
একদিন ভোরে নির্ভিক পিতা
উড়িয়েছিলেন পালক
উড়তে গিয়ে নিচেই নেমেছে
ঠোকরিয়েছে বক
কালো পাতিলের নীচে ছিলো তবু
নির্ভরতার চাবি
দরজা আগলে মজদুর মাতা
কি ছিল তার দাবী!
বেয়াড়া ইচ্ছে ভাসিয়ে নিয়েছে,
ইচ্ছে খেয়েছে ঘুনে
নির্ভিক পিতা মজদুর মাতা
পুড়ে বিষাদ আগুনে…
প্রবাসী কথন-২ পড়লাম।
সিরিজের বাকি লেখা পড়ার অপেক্ষায় রইলাম।
শুভেচ্ছা এবং ধন্যবাদ প্রিয় মকসুদ ভাই। পড়ে চলেছি।
কবিতা ভাল লাগল