ধূসর প্রবাসে

দিনের বেলায় ডুবে থাকি কর্মযজ্ঞে
ভুলে যাই কর্ম কোলাহলে অতৃপ্ত বাসনাকে
দিবাবসানে সন্ধ্যার আলো আধারে হারিয়ে যায় খেই
চোখে হলুদ স্বপ্ন হয় আরো ধূসরবর্ণ যেন মুক্তি নেই।

আধপেটে তোমার কোলে মাথা রেখে যখন দেখি নীলাকাশ
কেমন মায়া আছে বোঝাবার নেই অবকাশ
বিদেশ বিভূঁইয়ে হয়তো রাশি রাশি ধনরাশি
কোথাও দেখিনা তবু তুমি আমি আর ভালোবাসা পাশাপশি ।

অবারিত সবুজের কোমলতা; স্নিগ্ধ নীলাভ জলরাশি
উন্নত শিরে দাড়িয়ে থাকা পাহাড়ের পাদদেশে সেই মেঠোপথের যাত্রি
আজ আমি নির্বাসিত মরুর রুক্ষ গিরিপথে
ক্লান্ত প্রাণ; ওষ্ঠাগত রক্ততরল, ছুটে চলি দিক্বিদিকে।

দেখিনা কোথাও স্বর্ণলতা; ভেসে আছে লতাগুল্মের ডালে
ডাকেনা কোকিল কুহুকুহু তানে; সখিরে কাছে পাবার ছলে!
কতদিন দেখিনা জোয়ার ভাটা; আহ্নিক গতির তালে
পাইনা শীতল আবেশ শীতলক্ষ্যা নদীর জলে।

আছে শুধু বন্ধুর মরুপ্রান্তর মরীচিকার খেলা
ছুটেছে উদ্ভ্রান্ত পথিক; ফেরে শূণ্যহাতে, কাটিয়ে অবেলা
তখন তার চোখে ভাসে হলুদ রাঙা স্বপ্ন ধূসর
বিবর্ণ বিকেলের কাছাকাছি আলো আঁধার।

6 thoughts on “ধূসর প্রবাসে

  1. বিদেশ বিভূঁইয়ে হয়তো রাশি রাশি ধনরাশি
    কোথাও দেখিনা তবু তুমি আমি আর ভালোবাসা পাশাপশি ।

    এমন অনেক পুংতি আছে যা রচনা করতে সৃষ্টিশীল লেখকদের অনেক অপেক্ষা করতে হয় অনেক লেখার মাধ্যমে।
    আপনার অনেক অনেক কল্যাণ কামনা করি।

    আসুন মেতে উঠি সৃষ্টির উন্মাদনায়।

    1. ** সুপ্রিয়, অনেক অনেক ধন্যবাদ…
      আশির্বাদ কাম্য নিরন্তর।

  2. এই আমাদের স্বদেশভূমি। যেখানে আমাদের প্রাণ।
    শুভসকা্ল প্রিয় কবি মুহাম্মদ দিলওয়ার হুসাইন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. ** সুপ্রিয় প্রেরণাদাতা মুরুব্বী, অনেক অনেক ধন্যবাদ….

  3. আছে শুধু বন্ধুর মরুপ্রান্তর মরীচিকার খেলা
    ছুটেছে উদ্ভ্রান্ত পথিক; ফেরে শূণ্যহাতে, কাটিয়ে অবেলা
    তখন তার চোখে ভাসে হলুদ রাঙা স্বপ্ন ধূসর
    বিবর্ণ বিকেলের কাছাকাছি আলো আঁধার।————-

    অনেক অনেক ভাল লাগল দাদা

    1. ** দাদা, ধন্যবাদ অশেষ….

মন্তব্য প্রধান বন্ধ আছে।