ব্যাথা

reza1222_15521361765415c69da0dea2.77438271_xlarge

অফসোস, সময়ের মাথায় তীব্র ব্যাথা
হাজার এ্যান্টিবাইটিক দিয়ে যাচ্ছে না সারা ;

ঠিক ! ঘড়িটার ডান পাশ্বের ও কানটাতে
যাচ্ছে না কোন শব্দের টিংটাক শোনা;

তবুও আদর যত্ন নাই বেসামাল সময়টা !
ইচ্ছা করে হাত মনে মেরে দিবে থেকনা-

শুধু -শুধু ব্যাথার শেষটা কথায় -কানের বুঝি বায়না,
বলো -বলো ব্যাথার শেষটা কথায় দেখা আর না।
১৫/০২/১৭
======

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “ব্যাথা

  1. ঠিক ! ঘড়িটার ডান পাশ্বের ও কানটাতে
    যাচ্ছে না কোন শব্দের টিংটাক শোনা – https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।