পাতা ঝুঁকিয়ে ঝাঁকিয়ে শিমুল ছড়ায়
রিনরিনে ঠান্ডা
অন্ধকারের শাল ক্রমশঃ জড়িয়ে নেয় গ্রহ
দুটো শীতল
কুত্তার বাচ্চা পরস্পরকে জড়িয়ে ওম নেয়
গুঁড়ো গুঁড়ো কালো
চিরে ছুটে যায় শানিত সাইরেন
বহুদূরে টাওয়ারের মাথায়
জাগে মাতালের ক্রুদ্ধ লাল চোখ
তিরতির কাঁপে
সময়ের ছলাৎ ঢেউয়ের খোঁচায়
হৃদমাথা কিছু নেই
পেট সর্বস্ব শুধুই আবহমণ্ডল…
আজকাল চোলাইএও ঠিকমতো নেশা জমে না…
2 thoughts on “অন্ধগলি”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
সুন্দর লিখা। অভিনন্দন প্রিয় কবি সৌমিত্র।
দুটো শীতল

কুত্তার বাচ্চা পরস্পরকে জড়িয়ে ওম নেয়