যেখানে আমাদের একান্ত আকাশ নেই
সে পৃথিবী আমি চাই না
শুধুই গুচ্ছ মাথা
কোলাহলে পূর্ণ অবকাশ;
তোমার ঠোঁটে গত শতকের বাকল
হাতের তালুতে
গতরাত্রির মশার উল্কি
অথচ আমার আদরের চিহ্ন
নিতান্তই বিরল
কৃষ্ণসায়র ছলাত্ উছলায়
অসম্পূর্ণ সময় কার্জন গেটের ভীড়ে ফেলে
অনিচ্ছুক ফিরে আসায়,
যেখানে তোমার চলে যাওয়া আছে
সে পৃথিবী আমার চাই না!
4 thoughts on “অসমাপ্ত গল্পগুচ্ছ”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
যেখানে আমাদের একান্ত আকাশ নেই
সে পৃথিবী আমি চাই না – হ্যা কবিদা’, এক অন্য পৃথিবী চাই।
শুভেচ্ছা

ভালোবাসা
নিরন্তর…।।
অসাধারণ লিখেছেন।

শুভ কামনা রইল —
এমনতর গল্পগুচ্ছ দুর্বিষহ বটে। তারচেয়ে অসমাপ্ত থাকাটাই বাঞ্ছনীয়।
খুব সুন্দর