হে আমার সন্ন্যাসীরা…

তুমি পাত্রে জল ঢালো
আর পাত্রে জল জমা হয়
আর আধার পূর্ণ হয়ে ওঠে
থাকা আর পূর্ণ হয়ে থাকা সম্পূর্ণ আলাদা
তাহলে কে ভ’রে দেয় — হে আমার সাধকেরা
এই প্রশ্ন রাখি

তুমি পদক্ষেপ করো
ও তোমার অগ্রগতি হয়
এ-পর্যন্ত বুঝতে পারি বেশ
তাছাড়াও গন্তব্য নিকটে চলে আসে
তাকে কে এনেছে সামনে
সে কোন তৃতীয়পক্ষ, বলো!

4 thoughts on “হে আমার সন্ন্যাসীরা…

  1. স্বল্প কথায় চমৎকার কবিতা। শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় চন্দন দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।