জলের ফোটায় এ কোন বৃত্ত?
জলের ফোটায়
এ কোন বৃত্ত?
ঝর ঝর ঝরনার
অহমিকা আঁকে; বৃত্তের
প্রপাতে মরমী শরীর যেন
আত্মজা আবিষ্ট,
গুঞ্জন মাখে।
সুদূর পরাহত যাতনা যত
কালের অঙ্গে অঙ্গে
জল সিঞ্চনের মতো
নপুর ঝঙ্কার বুনে।
ভুলে থাকা রমনীয় মার্ধুয্য
বসন্ত ঢেলেছে তারই গায়ে
যত পার কবিতা বিলাও
পাপ পণ্যের জনম
খুঁড়ে খুঁড়ে।
08,ফাল্গুন/বসন্তকাল/1423
সুন্দর লিখা প্রিয় বন্ধু। অনেক অনেক ভালোবাসা রইলো।
সুদূর পরাহত যাতনা যত
কালের অঙ্গে অঙ্গে
জল সিঞ্চনের মতো
নপুর ঝঙ্কার বুনে।
পড়লাম …..মুগ্ধতা রাখছি । আমার বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা গ্রহন করুন