বাহুতে মেলে না তাকে; চোখের মণিতে থেকে পড়ে শুধু ছায়া …
ভাবি তাকে বাঁধি কোন শিল্পের গণিতে … অধরায় দিই নিজ কায়া।
.
.
.
________________________
___ রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন।
বাহুতে মেলে না তাকে; চোখের মণিতে থেকে পড়ে শুধু ছায়া …
ভাবি তাকে বাঁধি কোন শিল্পের গণিতে … অধরায় দিই নিজ কায়া।
.
.
.
________________________
___ রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
ভাবময় অনুলিখন মুরুব্বী দা
জ্বী জনাব মি. আলমগীর সরকার লিটন। ধন্যবাদ।
বিন্দুতে সিন্ধু দর্শন। আপনার অণুলিখন তাই এত ভাল লাগে। সেই সাথে ছবিও যুৎসই। শুভেচ্ছা নিবেন প্রিয়।
আনন্দিত হলাম স্যার মি. আনু আনোয়ার। ধন্যবাদ।
শ্রদ্ধাজানবেন
বিনীত শুভেচ্ছা আপনাকেও মি. সালজার রহমান সাবু।
পাঁচ তারা সহিত বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি স্যার
অশেষ কৃতজ্ঞতা প্রিয় স্যার। বিনম্র সালাম জানবেন।
“বাহুতে মেলে না তাকে; চোখের মণিতে থেকে পড়ে শুধু ছায়া …
ভাবি তাকে বাঁধি কোন শিল্পের গণিতে … অধরায় দিই নিজ কায়া।”
অসাধারণ লিখনী। শুভেচ্ছা এবং সালাম রইলো মুরুব্বী।
সালাম এর প্রত্যুত্তর জানবেন প্রিয় কবি মি. রশিদ। ধন্যবাদ।
বাহুতে মেলে না তাকে; চোখের মণিতে থেকে পড়ে শুধু ছায়া …
ভাবি তাকে বাঁধি কোন শিল্পের গণিতে … অধরায় দিই নিজ কায়া।