ব্লগবুক অণুলিখন ২২

‘সখী ভাবনা কাহারে বলে সখী যাতনা কাহারে বলে
তোমরা যে বল দিবসও রজনী ভালোবাসা ভালোবাসা
সখী ভালোবাসা কারে কয় !! সে কি কেবলি যাতনাময়।’

সখী, ভাবনা কাহারে বলে. সখী, যাতনা কাহারে বলে
তোমরা যে বল দিবস-রজনী ‘ভালোবাসা’ ‘ভালোবাসা’-
সখী, ভালোবাসা কারে কয়. সে কি কেবলি যাতনাময়।

সে কি কেবলি চোখের জল? সে কি কেবলি দুখের শ্বাস?
লোকে তবে করে কী সুখেরি তরে এমন দুখের আশ।

আমার চোখে তো সকলি শোভন
সকলি নবীন, সকলি বিমল
সুনীল আকাশ, শ্যামল কানন
বিশদ জোছনা, কুসুম কোমল – সকলি আমার মতো।

তারা কেবলি হাসে, কেবলি গায়,
হাসিয়া খেলিয়া মরিতে চায় –
না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের যাতনা যত।

ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায়ে যায়
হাসিতে হাসিতে আলোকসাগরে আকাশের তারা তেয়াগে কায়।

আমার মতন সুখী কে আছে
আয় সখী, আয়, আমার কাছে –
সুখী হৃদয়ের সুখের গান
শুনিয়া তোদের জুড়াবে প্রাণ।

প্রতিদিন যদি কাঁদিবি কেবল একদিন নয় হাসিবি তোরা –
একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা।

___ শ্রীমান রবীন্দ্রনাথ ঠাকুর।

youtu.be/emvIYPWbqDk

.
.
.
________________________
___ রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন।

মুরুব্বী সম্পর্কে

আমি আজাদ কাশ্মীর জামান। আছি মুরুব্বী নামের অন্তরালে। কবিতা পড়ি, কবিতা লিখার চেষ্টা করি। ভেতরে আছে বাউল মন। খুঁজে ফিরি তাকে। জানা হয়নি এখনো। ঘুরতে ঘুরতে আজ পৃথিবীর স্বর্গে। এখানেই পরিচয় হয়েছিলো, কবিতা পাগল এক মানুষের সংগে। নাম জিয়া রায়হান। যার কিছু শব্দকথা, এ্যাতোদিন ভরেছে আমার পাতা। উথাল পাথাল হাওয়া, হৃদয়ে জাগালো দোলা পেলাম কিছু সমমনা মানুষের দ্যাখা। দিনভর আর রাতভর শুধু কবিতায় গেলো বেলা। সব ছেড়েছি- সব পেয়েছি- ভুলতে পারিনি শুধু কবিতার অশ্রুসজল চোখ। ভালো লাগা থেকেই দু’ একটা শব্দ সাজাবার চেষ্টা করি। মাতাল বৃষ্টিতে ভিজে ভিজে মাটির কলসে, তবলার ধ্বণী তুলে গাইতে পারি বেসুরো গান- সুর নামের অন্তরালে। ভালোলাগে পোষা কবুতরের পালক ললাটে ছোঁয়াতে। ফুল থেকে রং নিয়ে, খেলি হোলিখেলা, হৃদয়ের উঠোনে। আজ তারি ধমকে এলাম স্বরূপে- স্বকথায় ভরাবো পাতা।   hits counter

15 thoughts on “ব্লগবুক অণুলিখন ২২

  1. ভাবনা কাহারে বলে এই কথা জানতে হইলে ঠাকুর মশাইয়ের আরও অন্তত ১০০ বছর বাচা দরকার আছিল। আহারে বেচারা ভাবনা কাহারে বলে না জাইনাই চইলা গেল!
    তবে হ্যা জনাব একটা প্রিয় গাহান বাজাইছেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. ঠাকুর মশায়ের টুইস্ট এখানেই। বলে দিয়ে মাথার মধ্যে যন্ত্রণা বাড়িয়ে দিলেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_wacko.gif
      জানতে জানতে শত বছর যায়, মাগার যন্ত্রণা তার জায়গাতেই রয়ে গেলো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Paper.gif.gif

    1. ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায়ে যায়
      হাসিতে হাসিতে আলোকসাগরে আকাশের তারা তেয়াগে কায়।

  2. আস্ সালামু আলাইকুম।
    মুরুব্বী শরীর মন ভালা আছে নি। আরে আমি জিগাইবা কেরে!

    আরে রবি বাবুর গান শুনাইবার লাগতাছে তানি কি আর ভালা মা থাইকা পারে। আপটার অল বাঙালি গো।

    বচ্ছা ভাই সাহেব একটা কথা আমার মনে ফুরুত উকি দেয়, থাক বইল্লা ফালাই। আপনারা ত লেখক মানুষ, বার বার রবীন্দ্র সংগীত না শুইন্না নিজেরা রবীন্দ্র সংগীত লেখবার পারেন না।

    যাক অনেক কতাই কইলাম তবে জনাব যাবার বেলায় এই কথাটি বলে আমি যা শুনেছি তুলনা তাহার নাই।

    অনেক কতা কইলাম ভাই মনে কিছু লইয়েন না, আর আপনে মনে কিছু লইলেই আমার কি যায় আসে।

    আল্লা হাপেচ।

    1. বারবার রবীন্দ্র সংগীত না শুইন্না ভাবুকরা রবীন্দ্রগীত লেখনের চেষ্টা করতেছে।
      দিন বেশী দূরে নাই জনাব, অচিরেই মুক্তি পাবে স্বরচিত রবীন্দ্র সঙ্গীত। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Trumpet.gif.gif

      1. নানী গ বাড়ি গেছিলাম
        পাটি সপটা আর ভাপা পিডা খাইছিলাম

        আইচ্ছা মুরব্বী আপনারে একটা কাম দেই, এই দুই লাইনের একটা সুর দিয়া আপন মনে গাহিয়া একটা পোষ্ট দেন দেহি। আরে আমারে এমনি কইরা ধরছেন কেরে, আরে ভাই মারবেন নাকি, ছাড়েন, ছাড়েন

        আল্লা হাপেচ।

  3. “আমার মতন সুখী কে আছে
    আয় সখী, আয়, আমার কাছে”

    সুন্দর পোস্টে শুভেচ্ছা নিন মুরুব্বী। শুভ সকাল।

  4. সখী ভাবনা কাহারে বলে, যাতনা কাহারে বলে – সখী ভালোবাসা কারে কয়
    সব প্রশ্ন তো তিনিই করেন আবার উত্তরও তিনি করেন। সর্প হইয়া দংশন কর ওঝা হইয়া ঝার কিসিমের।
    কবিগুরুর প্রতি শ্রদ্ধা। আর এই গান শেয়ার করে কৃতার্থ করলেন মুরুব্বী। বিনম্র সালাম আপনার প্রতি। শুভকামনা জানবেন।

    1. হাহাহা। দারুণ বলেছেন আপা।
      সর্প হইয়া দংশন কর ওঝা হইয়া ঝার কিসিমের রবী বাবু।
      তাঁর ডুয়াল ট্রিপল পার্সোনালিটি সত্যই অবাক করার মতো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Paper.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।