অনন্ত রচনায়

রাত্রি শুয়ে আছে কথার গল্পে
তোমাকে ছুঁয়ে অবিনশ্বর শয্যা
দুদণ্ড জিরানো নিত্যভোগী সুখ
আমাকে খোঁজে প্রেম প্রেম মজ্জা,

উপত্যকায় শারীরিক কিছু ঢেউ
আছড়ে পড়ে তুমি বালুকাবেলায়
কারুকার্যের ধৃতিমান আমি সুর
পরাগত গেয়ে যায় অনন্ত রচনায়।

ভাঁজ হৃদয়ের মুখোটি দৃশ্য মূলে
ফুল বাতাসের পাখি লেখা গান
তোমাকে খোঁজে আমি নীড়ে ফেরা
বাড়ানো হাতের অপেক্ষা সম্মান ।

2 thoughts on “অনন্ত রচনায়

  1. কারুকার্যের ধৃতিমান আমি সুর
    পরাগত গেয়ে যায় অনন্ত রচনায়। … কবিতা শিরোনামের সার্থকতা পাই প্রিয় কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।