ভাষারা দুর্বোধ্য হয়নি কখনো

ভাষারা দুর্বোধ্য হয়নি কখনো
ভাষারা চিরায়ত, শাশ্বত, বোঝে অন্তর্যামীর নৈবদ্য
বোঝে সুখ- দুঃখ, হয় আবেগ- আপ্লুত অশ্রু সিক্ত;
ভাষারা থাকে নির্জনে স্বপ্ন-চয়নে
থাকে জাগ্রত কষ্ট দহনে- আশা হত প্রাণে।
ভাষারা বুনে চেতনা , বর্ণে বর্ণে সত্য সাধনা- নির্ভার
ভাষারা হয় অনন্ত-অবিরত জন্ম জন্মান্তরের গানে,
প্রতিটি মাতৃত্ব জানে-
গর্ভে সঞ্চার ভ্রূণে ভাষারা খুঁজে নেয় উত্তরাধিকার!
অধিকার অর্জনে ভাষারা যাকে করেছে মৃত্যুঞ্জয়
সায়াহ্নে- সকালে হয়েছে সে প্রেরণা- শক্তির সম্ভার।
হয়েছে আদর্শ-দুর্ধর্ষ দুর্নিবার
ভাষার ভালোবাসা হৃদ্য করেছে জীবন, সবার আগে
ভাষাই হয়েছে একান্ত আপন।

দাউদুল ইসলাম।
২১/২/১৭

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

4 thoughts on “ভাষারা দুর্বোধ্য হয়নি কখনো

  1. ভাষারা চিরায়ত, শাশ্বত, বোঝে অন্তর্যামীর নৈবদ্য
    বোঝে সুখ- দুঃখ, হয় আবেগ- আপ্লুত অশ্রু সিক্ত;
    ভাষারা থাকে নির্জনে স্বপ্ন-চয়নে
    থাকে জাগ্রত কষ্ট দহনে- আশা হত প্রাণে।

    শুভেচ্ছা কবি । খুব ভাললাগলো প্তরিটি লাইন ।

  2. ভাষারা দুর্বোধ্য হয়নি কখনো
    ভাষারা চিরায়ত, শাশ্বত, বোঝে অন্তর্যামীর নৈবদ্য।

    ___ অসাধারণ শুরুবাদ। লিখন এবং ভাব-ভাবনার প্রকাশ অসাধারণ স্যার। :yes:

মন্তব্য প্রধান বন্ধ আছে।