একটি চোরের রবীন্দ্রানুরাগের সাজা

একবার এক আদালতে একটি চোরকে এক পুলিশ চোরাই মাল সমেত পেশ করেছে।

বিচারক জিজ্ঞাসা করায় পুলিশটি বললো – ” হুজুর, এই কাপড়ের পুঁটলি তে কিছু কাপড় চোপড় , থালা বাসন ও জুতো চটি সমেত কাঁধে করে একটা বাড়ীর পেছনের দরজা দিয়ে মাঝরা্তে এই লোকটি চুপি চুপি বেড়িয়ে পালাবার চেস্টা কোরছিল, আমি হাতেনাতে ধরে ফেলেছি ও সারারাত লক আপে রেখে আজ আদালতে পেশ করছি”।

বিচারক তখন চোরটি কে জিজ্ঞাসা করলেন – “তুমি চুরি করেছো” ?

চোর – “না হুজুর, আমি রবীন্দ্রনাথের নির্দেশ পালন করেছি শুধু”।

বিচারক – “তার মানে” ?

চোর – “কাল মাঝরাতে আমি শুনতে পেলাম – একটা গান ভেসে আসছে – ‘আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে’। তাই ভাবলাম আমিই বা বসে থাকি কেন – আমিও যাই – তাই বেড়িয়ে পড়লাম। রাস্তা একেবারে শুনশান – বুঝলাম সবাই নিশ্চয়ই বনে চলে গেছে – তখন তাড়াতাড়ি পা চালালাম। হঠাৎ একটা বাড়ির সামনে শুনতে পেলাম গান ভেসে এলো – ‘এসো এসো আমার ঘরে এসো আমার ঘরে’। তাকিয়ে দেখলাম পাশেই একটা ফাঁকা বাড়ী – দরজা জানালা খোলা – কাউকে দেখা যাচ্ছেনা – সোজা ঢুকে পড়লাম আর ঢুকেই শুনতে পেলাম – ‘ ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে’ খুব খুশি হলাম আর তখনই কানে ভেসে এলো – ‘এবার উজাড় করে লও হে আমার যা কিছু সম্বল’ – কি আর করি, রবীন্দ্রনাথের নির্দেশ তো আর অমান্য করা উচিত হবে না – দেখলাম এই কাপড়টা ঝুলছে – এতে সব মালপত্র বেঁধেছি সঙ্গে সঙ্গে কানে ভেসে এলো – ‘ আজ দখিন দুয়ার খোলা’ – বুঝলাম পেছনের দরজা খোলা – সেখান দিয়েই বেড়িয়ে পড়লাম – সঙ্গে সঙ্গে এই পুলিশটা এসে আমায় ধরলো – ওকে কত বোঝাবার চেষ্টা কোরলাম আমি চুরি করিনি শুধু রবীন্দ্রনাথের নির্দেশ পালন করেছি – তো ব্যাটা বোধহয় রবীন্দ্রনাথের নামই শোনেনি – সোজা ধরে নিয়ে গেল ও আজ আপনার কাছে নিয়ে এসেছে । আপনিই বলুন হুজুর – আমার কি দোষ”।

বিচারক – ” ঠিক আছে, তোমাকে ছয় মাসের সাজা দিলাম – একে জেলে নিয়ে যাও। এই বিষয়ে তোমার রবীন্দ্রনাথ কিছু বলেছেন” ?

চোর – “এ পথে আমি যে – গেছি বারেবার, ভুলিনিতো একদিন ও ——- ”

বিচারক – “জেলে যখন থাকবে – তখন তোমার রবীন্দ্রনাথ কি বলবেন” ?

চোর – “ভেঙ্গে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে” ?

সৌমিত্র চক্রবর্তী সম্পর্কে

পরিচিতিঃ জন্ম বিহারের এক অখ্যাত বনাঞ্চলে বাবার চাকরীস্থলে। রসায়নে স্নাতকোত্তর এবং ম্যানেজমেন্ট পাশ করে কিছুদিন সাংবাদিকতা। বর্তমানে কেন্দ্রীয় সরকারী উচ্চপদস্থ কর্মচারী। একাধারে নাট্যকার, কবি এবং গল্পকার। কবিতা, গল্প, প্রবন্ধ, পুস্তক পর্যালোচনা, বিভিন্ন ধরনের লেখা ছড়িয়ে আছে দেশ বিদেশের অসংখ্য পত্র পত্রিকায় ও সংবাদপত্রে। উৎপল দত্ত সহ বহু বিখ্যাত নাট্যব্যক্তিত্বের কাছে শিখেছেন থিয়েটার। বহু বিচিত্র ও ব্যাপ্ত ময় তাঁর জীবন। বন, জঙ্গল, পশু, পাখি, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে তাঁর দীর্ঘকালের নিবিড় ও অন্তরঙ্গ পরিচয়। কবিতা ও বিভিন্ন লেখা লেখিতে তিনি মস্তিস্কের থেকে হৃদয়ের ভুমিকাকে বড় করে দেখেন। কবিতা, গল্প, নাটক এবং মুক্তগদ্য মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা নয়। প্রকাশিত গ্রন্থগুলি হলো বইছে লু, থিয়েটার কথা, তিতলিঝোরা, নীলপাখিকে উড়ো চিঠি, রাত্রি আমার নৈশপ্রিয়া, ব্রিজের নীচে বৃষ্টি, ২ একাঙ্ক, প্রতিলিপি এবং বেবুশ্যে চাঁদ, খণ্ড ক্যানভাস। ইতিপূর্বে অঙ্গন সহ কয়েকটি পত্রিকা সম্পাদনা করেছেন। বর্তমানে অক্ষর বৃত্ত পত্রিকার প্রধান সম্পাদক। নেশা ফটোগ্রাফি ও ভ্রমণ।

5 thoughts on “একটি চোরের রবীন্দ্রানুরাগের সাজা

  1. দারুন লিখেছেন দাদা!
    আবিষ্কারের জন্য ধন্যবাদ এবং অভিনন্দন।

  2. রবীন্দ্র রচনাবলী দ্বারা এমন একটি মজাদায়ক গল্প রচনা করা যায়-তা অনেকেরই কল্পনায়ই আসেনি। কি দারুণ লিখেছেন…..মুগ্ধ https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. ওয়াও।
    ওরে কে আছিস আমাকে পিডা নাহলে আমি যে হাসতে হাসতে মরেই যাব।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_yahoo.gif

  4. ফ্যানটাসটিক সৌমিত্র। অনেকদিন পর তোমার বেশ ভিন্ন মাত্রার লিখা পড়লাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।