দয়াময় আল্লাহ্‌

আমার আল্লাহ্‌ কতো যে দয়াময়
কতো মেহেরবান,
মানুষের কল্যাণে আকাশ জমিন
করেছেন দান।

চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সাগর নদীনালা
এ বিশ্ব জাহান,
প্রত্যেকটি কারুকাজে অসীম দয়ালুর
অসীম মেহেরবান।

আমরা টাকা ছাড়া সেই সকল সৃষ্টির
করি ব্যবহার,
এসবের বিনিময়ে কি ভাই দাসত্ব
করবো না তাহার ?

আমার আল্লাহ্‌ কতো যে দয়াময়
কতো মেহেরবান,
তবে কেনো গাইবো না আমরা সেই
আল্লাহর গুণগান ?

4 thoughts on “দয়াময় আল্লাহ্‌

  1. গাই আল্লাহ তায়ালার গান
    তিনি মোদের জীবনকে করেছেন মহিয়ান।

মন্তব্য প্রধান বন্ধ আছে।