আমার দেখা তিন নতুন শতাব্দী

সৌভাগ্য আমার নতুন তিন শতাব্দী দেখার সুযোগ হলো
ভাবিয়ে তোলে যুদ্ধ, গ্রীন হাউস, এইডস আর মারণাস্ত্র গুলো।
হ্যাপি নিউ ইয়ারের নামে উন্মত্ত আচরন
উন্নত প্রযুক্তির বিপর্যয় যখন Y2K জীবন।
তবুও কামনা শুভ হোক নব বর্ষ
জেগে উঠুক প্রাণে প্রেম প্রীতি হর্ষ।
বিংশ শতাব্দী পার হয়ে এক বিংশ শতাব্দীর পথ ধরে
যিশুর আদর্শ পৌছে যাক দুঃস্থ অনাথের দারে।

হিজরী সনের গোড়া পত্তন হিযরতের পরে
আঁধারের যুগ কেটেছে তখন কোরআনের নূরে।
তৌহিদ প্রচার করে গিয়েছেন শত নির্যাতনের মাঝে।
খেলাফতের দায়িত্ব দিয়ে গিয়েছেন উম্মতের কাছে
১৪-শ শতাব্দী পার হয়ে ১৫-শ শতাব্দীকে ঘিরে।
নবীর শিক্ষা থেকে বিশ্ব বাসী আজ অনেক অনেক দূরে।

বাংলা সনের গোড়া পত্তন সালতানাতের যুগে
সামন্ত প্রথা মাথা চাড়া দেয় সেই সুযোগে।
করের টাকায় সামন্ত প্রভুরা ছিল বিলাস ব্যসনে মত্ত
শৌর্য-বীর্য সব হারিয়ে ভাগ্যের রবি হয়েছে অস্তমিত।
১৪-শ শতাব্দী পার হয়েছে কালের গভীরে
যোগ বিয়োগের চলছে পালা ইতিহাসের ভিতরে।

খৃষ্টাব্দ মুলত শুরু হয়েছে যিশুর জন্ম লগ্নে
দু হাত প্রসারিত করেছিলেন জ্বরা জীর্ণ রুগ্নে।
ঈসা মারইয়ামের ব্যাটা আল্লাহর বান্দা নবী
ইন্জিল কিতাব প্রাপ্ত হয়ে প্রচার করেছেন সবই।
অশান্ত পৃথিবীতে আসবেন তিনি উম্মতে আখেরী
ইসলামী জাগরণে সঙ্গী হবেন ইমাম মেহেদী।
পাপ পঙ্কিলতা দূর করে করবেন শুচি শুদ্ধ পৃথিবী
আল্লাহর মহিমা উঠবে গেয়ে আবার সকল সৃষ্টি।

4 thoughts on “আমার দেখা তিন নতুন শতাব্দী

  1. ছন্দে লেখা কবিতাটি বেশ ভাল লাগল।

    এই কবিতাটি প্যারায় প্যারায় সুবিন্যস্থ। তবে এখানেও আমার কাছে মনে হয়েছে দাড়ির ব্যবহার সঠিক হচ্ছে না।

    শুভ কামনা আপনার প্রতি।

    1. শুভ সকাল
      চেষ্টা করছি দেখি ,ব্যাকরণের ব্যাপার দেখতে হবে।
      শুভকামনা নিরবধিhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. আপনার লিখার সাথে সাথে আমরা তিন নতুন শতাব্দীর বিষয় গুলোন জানলাম।
    সালাম জানবেন আপা। আশা করবো ভালো আছেন।

    1. সালাম,
      এইতো কাল পেরিয়ে মহা কালের দিকে…
      আল্লাহ সহায় হোন সবার ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।