প্রচলিত বিশ্বাসে অন্ধ হয়ে যাই

আগুন চাপা কষ্ট নিয়ে অনিন্দ্য সুন্দরের আশায় বাড়িয়েছিলে হাত
অবাধ্য শরীরে থেকে চুঁইয়ে পড়ছে যে জল সেতো জীবন ও যৌবনের
প্রভুত্বের বেদী ভেঙ্গে যে ভোজসভায় এসেছিলে ধূপগন্ধ মেখে
অভিশাপের মই চড়িয়ে তছনছ করে দিয়েছে কেউ একজন
আমরা স্বেচ্ছায় ক্রমশঃ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি
আমাদের গায়ের রং নিয়ে কোন প্রশ্ন তোলা যাবে না বাপু
পাথুরে মাটিতে চুমু দিতে দিতে বড় করছি সংক্রামক ব্যাধী।

কসম করে বলতে পারি যে আমাদের কোন পাপ নেই
কেননা আগুন খেয়ে পাপকে পুড়িয়ে মেরেছি গত অমাবস্যায়
তবুও মানুষ কিছু প্রচলিত বিশ্বাসে আস্থা রাখে। এই যেমন
চন্দ্রগ্রহন কালে পোয়াতি নারী কাটাকুটি থেকে বিরত থাকে
পেটের পীড়ার ভয়ে না খেয়ে থাকে কয়েক শ্রেণীর মানুষ
মুখে আমরা সক্ষমতার অনেক কথাই বলি
অথচ স্মৃতিরা হাওয়ায় উড়ে গেলে জন্মান্ধ হয়ে যাই।

2 thoughts on “প্রচলিত বিশ্বাসে অন্ধ হয়ে যাই

  1. তবুও মানুষ কিছু প্রচলিত বিশ্বাসে আস্থা রাখে।
    মুখে আমরা সক্ষমতার অনেক কথাই বলি
    অথচ স্মৃতিরা হাওয়ায় উড়ে গেলে জন্মান্ধ হয়ে যাই।

    কবিতার ভাষায় সত্য দারুণ ফুটে উঠেছে প্রিয় কবি। সতত শুভকামনা আপনার জন্য। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।