ফাগুনের দুপুরে
রোদ শাসানো চোখের নীড়ে
সেই চির চেনা স্বপ্নের বান;
আগুনের আকরে
স্ফুটিত শিমুল ঝরে, বুঝে নিই
জালির ওপারে তোমার সমৃদ্ধ স্নান।
দা উ দু ল ই স লা ম।
ফাগুনের দুপুরে
রোদ শাসানো চোখের নীড়ে
সেই চির চেনা স্বপ্নের বান;
আগুনের আকরে
স্ফুটিত শিমুল ঝরে, বুঝে নিই
জালির ওপারে তোমার সমৃদ্ধ স্নান।
দা উ দু ল ই স লা ম।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
ফাগুনের আগুনে সাজানো পরিপাটি ছবি। মোহনীয়!
মিষ্টি দুপুরের শুভেচ্ছা দাদু
আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ গ্রহন করুন,
ভাল থাকবেন।
ফ্যান্টাস্টিক ফটোগ্রাফি। আগেও বলেছি আপনার ক্যামেরা চোখ ভালো।
বিনম্র সালাম জানবেন স্যার।
আমার ধন্যবাদ ও বিনয়াবনত সালাম গ্রহন করুন।
অনেক অনেক শুভ কামনা
দারুন।
ছবি আর লেখা দুটিই।
শুভ কামনা সব সময়।
কবির মন্তব্যে খুব প্রাণিত হলাম।
অনেক ভালবাসা ও শুভেচ্ছা জানাই । শুভ কামনা রইল –