শুধুই বিহ্বল

2011-10-13-14-22-52-098525100-4

দৃষ্টি চোরা পুকুর জলে
ভাসাও তুমি দুষ্টচোখের খল খল-
খলের যন্ত্রনা বিধুর সুখে,
মাটির বুকে রক্তক্ষরণ করে চল চল;

তবুও তোমার ময়ূরী দৃষ্টির
মাঝে বিহ্বল ফ্যাকম তুল ছল ছল!
কি করে বেঁচে থাকা দায়-
ডাকছে বুঝি মূত্যুর ফোনে কল কল।
০২/০৩/১৭
———–

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

6 thoughts on “শুধুই বিহ্বল

  1. শুভেচ্ছা জানবেন মি. সরকার। কবিতাটি পড়লাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।