মোমের কোনো ভঙ্গি নেই
তাই স্তব্ধতারও নিজস্ব
কোনো আকার নেই
পরস্মৈপদীতে বেঁচে থাকা
পিতৃমাতৃপরিচয়ও ভুলে থাকা
পিলসুজের ঘি ফুরিয়ে যায়
অন্যত্র পাবার সংস্থান করি
আসলে পরিচয় নামক অলংকার
বহুদিন আগে থেকেই
জলাঞ্জলি দিয়েছি
শ্বাদন্ত বার করে বা লুকিয়ে
ধারালো চোখে একলা তরবারির
খোঁজে নিম গাছ হয়ে যাই
তেমনি তেঁতো তেমনি মধুর।
কবিতার আদল অসাধারণ মনে হলো প্রিয় কবিবন্ধু।
অশেষ ধন্যবাদ প্রশংসায় অভিভূত হলাম | শুভেচ্ছা নেবেন |
বেশ হয়েছে! শুভেচ্ছা রইলো কবি দিদি।
ধন্যবাদ ও শুভেচ্ছা ভাই |
অভিনন্দন।
শুভেচ্ছা ও শুভকামনা জানাই |