বাঁশরী

“আমি অর্ফিয়াসের বাঁশরী,
মহা- সিন্ধু উতলা ঘুমঘুম
ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিঝঝুম
মম বাঁশরীর তানে পাশরি
আমি শ্যামের হাতের বাঁশরী।
আমি রুষে উঠি’ যবে ছুটি মহাকাশ ছাপিয়া,
ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজখ নিভে নিভে যায় কাঁপিয়া!”
— নজরুল ইসলাম …

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

5 thoughts on “বাঁশরী

  1. বাশরীর সুর হয়েছে ক্লান্ত
    তবুও থামেনি চলেছে অবিশ্রান্ত! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

  2. মন কেন নাচায় রে
    আমার প্রান যে মানে না
    কিছুই ভালো লাগে না।

    ঐ বাঁশী কি বিষের বাঁশী
    তবু কেন ভালোবাসি
    লগ্ন ভোরে আড়াল থেকে
    দেখেছি পোড়া হাসি।

    সে যে হৃদয় কখন করলো হরণ
    কিছুই জানি না।।

    নাম ধরে সে ডাকে না যে
    তবু কেন মরি লাজে
    মন যেন আজ একা একা
    বসে না কোন কাজে।

    সে যে চুপিসারে আমায় কেন
    দেখেও দেখে না।।

    1. আমার প্রান যে মানে না
      কিছুই ভালো লাগে না

      কে বাঁশী বাজায় রে
      মন কেন নাচায় রে
      আমার প্রান যে মানে না
      কিছুই ভালো লাগে না।

  3. অসাধারণ কম্বিনেশন স্যার। ছবি লাজবাব। কথা চিরন্তন ভাস্বর। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।